তিন বছর পর দেশের কোন টুর্নামেন্টের নামতে চলেছেন ভারতের সেরা অ্যাথলিট নীরজ চোপড়া । টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা পাওয়ার পর বিশ্বের নানা প্রান্তে গিয়েছেন নীরজ। ভারতের এই অ্যাথলিট এবার ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সে অংশ নিতে চলেছেন । তিনি নিজেই সেই খবর জানিয়েছেন। ১২ থেকে ১৫ ই মে ভুবেনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে জাতীয় ফেডারেশনে অংশ নেবেন অলিম্পিকে সোনা জয়ী ও বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ার নীরাজ। তার সঙ্গে থাকছেন ওড়িশার’ ভূমিপুত্র’ কিশোর জেনা। যিনি নীরজের সঙ্গে প্যারিস অলিম্পিকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন ।
দশই মে দোহায় ডায়মন্ড লীগে নামবেন নীরজ। ২০২১ সালে ফেডারেশন কাপ খেলার পর নীরজের আর দেশের কোন টুর্নামেন্টের নামা হয়নি । প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য নীরজ চোপড়া জোড় প্র্যাকটিস শুরু করেছেন । তিনি বলেছেন প্যারিস অলিম্পিকের আগে আমি নিজের সেরা ফর্মে ফিরতে চাইছি । নিজের ফিটনেস ও টেকনিক এর উপরে আমি বরাবর জোর দিই । ভারতের জার্সিতে নামার অনুভূতিটাই আলাদা। অলিম্পিকে নামলে একটা অন্য জোড় পাই মনে । তিনি আরও বলেছেন এবারের অলিম্পিক আগের থেকেও অনেক কঠিন হবে তার কাছে। সোনা জয়ই তার একমাত্র লক্ষ্য । তার জন্য বাড়তি চাপ নিজের উপর তৈরি করতে দিচ্ছেন না। তার কাঙ্খিত মাইলফলক ৯০ মিটার এখনো পৌঁছতে পারেননি নীরজ । তার সেরা থ্রো এখনো পর্যন্ত ৮৯.৯৪ মিটার । এই বিষয়ে নীরজ বলেছেন, ওটা নিয়েও বিশেষ প্রস্তুতি চলছে। তবে প্রতিযোগিতার দিন সার্বিক পরিস্থিতি কেমন থাকে তার উপরেই সবকিছু নির্ভর করে । আমি বাড়তি কোন প্রত্যাশার বোঝা নিজের উপর নিতে রাজি নই। ধাপে ধাপে এগোতে হবে ।
Discussion about this post