সুনীল নারিন ও সল্টের ওপেনিং জুটি ,নিয়ন্ত্রিত বোলিং এবং টিম গেম এই মুহূর্তে নাইটদের পৌঁছে দিয়েছে আইপিএলের এক নম্বর স্থানে । লখনৌ মাঠে নারিনেরের বিধ্বংসী ব্যাটিং বোলিং, রাসেল ,বরুণ চক্রবর্তীর নিয়ন্ত্রিত বোলিং এবং গোটা ম্যাচে চমৎকার ফিল্ডিং নাইটদের আইপিএলের এক নম্বর স্থানে পৌঁছে দিতে সাহায্য করেছে।
কলকাতা নাইট রাইডার্স এর পাওয়ার প্লের ঝড় শুরু হয়েছে নিয়ম করে । ওপেন হিসেবে নেমে সুনীল নারিন যেন নাইটদের ঝড়ের নাম। কোনদিন সফল কোনদিন হন না ,তবে থামেনা তার ভয়ডরহীন ব্যাটিং। রোববার যেমন দেখা গেল লখনৌ একানা স্টেডিয়ামে । প্রধানত নারিন এর নিয়ে দাপটে আগে ব্যাট করে কেকেআরের রান গিয়ে পৌঁছায় ২৩৫ এ । ঘরের মাঠে এই চ্যালেঞ্জ নিতে পারল না কে এল রাহুলের লখনৌ সুপার জায়েন্টস । কে এল রাহুল ২৫ মার্ক স্টুয়ানিজ ৩৬ ছাড়া সবাই ব্যর্থ । লখনৌ কে ১৩৭ রানে অলআউট করে কেকেআর ম্যাচ জিতল ৯৮ রানে । ১১ টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে এখন কেকেআর ।
প্লে অফের টিকিট প্রায় নিশ্চিন্তই বলা যায় । একটি ম্যাচ কম খেলে রাজস্থান ও ১৬ পয়েন্টে। কেকেআরের রানরেট বেশি থাকায় সে কারণেই তার এক নম্বরে । নিজে রহস্য স্পিনারের মতো ব্যাটার নারিনও কম রহস্যজনক নয়। ৪৬১ রান করে সর্বোচ্চ রানের দৌড়ে অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনি এখন তিন নম্বরে । এবারের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কার মালিক ও নারিন ,এ বছর তিনি ৩২ টি ওভার বাউন্ডারি মেরেছেন। পেছনে ফেলে দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের মারকুটে দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেন কে। ক্লাসেনের ৬ এর সংখ্যা ৩১ । আইপিএলে ১৫০০ রান এবং ১৫০ উইকেট নেওয়ার অলরাউন্ডার ক্লাবেও ঢুকে পড়লেন সুনীল নারিন। এর আগে শুধুমাত্র রবীন্দ্র জাদেজা এবং ডোয়েন ব্রাভো এ কৃতিত্বের অধিকারী ছিলেন । এদিন নারিন ৩৯ বলে ৮১ রান করে মাঠ ছাড়েন । মেরেছেন ৬টি বাউন্ডারি এবং সাতটি ওভার বাউন্ডারি । নারিন যখন আউট হন তখন কেকেআরের স্কোর ১২ ওভারে ২ উইকেটে ১৪০ । রিঙ্কু সিং ১১ বলে ১৬ রান করেন বরং দুরন্ত ক্যাচ নেওয়ার পাশাপাশি আজ নজর কাড়লেন রামানদীপ সিং ।
একটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি সহ ৬ বলে তিনি ২৫ করে আউট হন ।। ফিল সল্ট ৩২ এবং অঙ্গ কৃষ রঘুবংশী ৩২ রান করেন। ক্যাপ্টেন শ্রেয়াস আইআর করেন ২৩ রান । বোলার আন্দ্রে রাসেল এবারে নাইটদের পক্ষে চমক হয়ে উঠেছেন। শুধু আঁটসাঁট বোলিং ই নয়, প্রয়োজনের সময় উইকেট তুলে নিয়েও ম্যাচ জেতাছেন। আইপিএল যত এগোচ্ছে বরুণ চক্রবর্তী ততই ধারালো হচ্ছেন। এদিনও তিনি তিনটি উইকেট তুলে নিলেন । রাহুল , স্টোয়ানিস ছাড়া লখনৌ সুপার জায়েন্টসের দুই আঙ্কের রান করেছেন মাত্র দুজন আয়ুশ বাদানি ১৫ এবং নিকোলাস পুরান ১০ । এছাড়া কেউ দুই অঙ্কের রানে পৌঁছায়নি । ১৭ ওভারের মধ্যেই ১৩৭ রানে অলআউট হয়ে যায় লখনৌ সুপার জায়েন্টস । বিশেষজ্ঞদের মতে আইপিএল যতই এগোবে মাঠের পিচগুলো তত স্লো হয়ে যাবে। এর ফলে কেকেআরের স্পিনাররা আরো ভালো বল করবে । এবছর আইপিএলে কেকেআরের ট্রফি জেতার সম্ভাবনা রয়েছে যথেষ্ট।
Discussion about this post