বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেছে। যারা বিশ্বকাপে স্থান পেয়েছেন এখন তাদের ফর্ম ধরে রাখার লড়াই, আর যারা বিশ্বকাপে স্থান পাননি সেসব খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার লড়াই ভবিষ্যতের জন্য। এইরকম পরিস্থিতিতে আজ মুখোমুখি হচ্ছে এবারের আইপিএলের এক নম্বর স্থানে থাকা রাজস্থান এবং ৫ নম্বরে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ।
আইপিএল এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে প্রত্যেক দলই চেষ্টা করছে প্রথম চারে থাকার জন্য। সেদিক থেকে রাজস্থান রয়্যালস অনেকটাই এগিয়ে রয়েছে নটি ম্যাচের মধ্যে আটটি ম্যাচ জিতে ১৬ পয়েন্ট পেয়ে । অপরদিকে পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ । এবারের আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদ সর্বোচ্চ রান তোলার রেকর্ড করেছে ।
একটি ম্যাচে ২৭৭ এবং আরেকটি ম্যাচে ২৮৭ রান তুলে তারা আইপিএলের সর্বোচ্চ রান গড়ার রেকর্ড করেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার রা বিধ্বংসী ফর্মে রয়েছেন । ট্রাভিস হেড ,অভিষেক শর্মা ,এইডেন মার্করাম হেনরি ক্লাসেন সকলেই রয়েছেন ভালো ফর্মে। অপরদিকে অপরদিকে সঞ্জু স্যামসাং , জশ বাটলার, যশস্বী জয়সওয়াল, হেটমায়ার সকলেই ভালো কর্মে আছেন। ভালো ফর্মে আছেন রিয়ান পরাগ। এ বছর প্রথম থেকেই খুব ভালো খেলছেন এবং প্রায় অধিকাংশ ম্যাচই ভালো রান করেছেন ।
রাজস্থানে বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। যে দুজন বলার রাজস্থান দল থেকে বিশ্বকাপ খেলছে তারা হচ্ছে ভারতের হয়ে চাহাল এবং নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ড বোল্ড। দুজনেই খুব ভালো ফর্মে আছে এই বছর । অনেকদিন বাদে চাহাল ভারতীয় দলে অন্তর্ভুক্ত হলেন। তার দিকে সবারই নজর থাকবে নিজেদের ফ্রম ধরে রাখার জন্য আইপিএলের ম্যাচগুলোই ভরসা। দ্রুত গতির বলার ট্রেন্ড বোল্ড নিউজিল্যান্ড দলের নির্বাচিত হয়েছেন। আইপিএলের ট্রেন্ড বোল্ট একটি রেকর্ড করেছেন সেটা হচ্ছে প্রথম ওভারে বল করতে এসে সবচেয়ে বেশি উইকেট পান ট্রেন্ড বোল্ট। রাজস্থান দলে রয়েছে স্পিনার রবিচন্দ্র অশ্বিন । যদি এই বছর অশ্বিনের আইপিএলে ফর্ম তেমন ভালো নয় । হায়দ্রাবাদের বোলার রাও এ বছর যথেষ্ট ছন্দে রয়েছেন । প্যাট কামিংস জয়দেব উনাদকার, ভুবনেশ্বর কুমারকে নিয়ে তাদের বোলিং শক্তি যথেষ্ট ভালো ।
Discussion about this post