আইপিএলে ইম্প্যাক্ট খেলোয়াড় খেলানো নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ ক্রিকেটার সমালোচনা করেছেন। অনেকেই বলেছেন যে এতে ক্রিকেট১১ জনের খেলা থাকলো না ১২ জনের খেলায় পরিণত হল । অনেকেই বলেছেন ইম্প্যাক্ট প্লেয়ার খেলায় অলরাউন্ডারের সংখ্যা কমে যাচ্ছে । ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী আইপিএলের ইম্প্যাক্ট খেলোয়াড় ব্যবহারের নতুন নিয়মকে সমর্থন করলেন। বলে দিলেন, আমার তো মনে হয় এটা বেশ ভালো একটা নিয়ম। সময়ের সঙ্গে একজনকে পরিস্থিতি অনুযায়ী উন্নতি করতে হয় । অন্য খেলার ক্ষেত্রেও যা সত্য । শুধু শাস্ত্রী বলেই নয় নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন দিল্লি ক্যাপিটালস দলের প্রধান কোচ প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংও। তিনি মনে করেন নতুন নিয়ম চালু হওয়াতেই চলতি আইপিএলে এত রানের জোয়ার এসেছে সেই তথ্যে বিশ্বাস করেন না । এটা ক্রিকেটারদের খেলা ধরনের নির্ভর করে ।
আর আশ্বিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন ,নতুন কোন নিয়ম চালু হলেই সেই সুযোগে নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে ক্রিকেটাররা। কিছু মানুষ তার বিরোধিতা করবেই তবে এটা ক্রিকেটে পক্ষে ভালো। তিনি আরও বলেন, এই নিয়মের কারণে সকলে নিজের নিজেদের দক্ষতা প্রমাণ করতে চাইছে বলেই বড় স্কোর হচ্ছে সেটাকে গুরুত্ব দিতে হবে। পন্টিং যুক্তি দেখিয়েছেন, এটা ঠিক যে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হওয়ায় দলগুলোর পক্ষে প্রথম একাদশ তৈরি করতে একটু সমস্যা হচ্ছে । কিন্তু সেই নিয়ম তুলে দিলেই যে কম রান হবে সেটা নিশ্চয়ই কেউ দিতে পারবেন? তিনি উদাহরণ দিয়ে বলেছেন, ফ্রেজার ম্যকগার্ক অথবা ট্রাভিস হেড যেভাবে ব্যাটিং করে ,তার নিজস্ব একটা ধরন রয়েছে । সেটাই বড় স্কোর করার সম্ভবনা উজ্জ্বল করে দেয় । আমি মনে করি না, নতুন নিয়ম আসায় বিশাল পরিবর্তন হয়েছে । রবি শাস্ত্রী ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে আইপিএলেও কোচিং করাতে পারেন তিনি। তিনি বলেছেন, কোন সম্ভাবনাই খারিজ করছি না। আমি তরুণদের দিয়ে অগ্রাসী ক্রিকেট খেলাতে চাই । তাদের তৈরি করতে চাই। সব সময় টাকার অঙ্ক দিয়ে তার বিচার চলতে পারে না।।
Discussion about this post