ফুটবল মরশুম মোহনবাগান সুপার জায়েন্টসের পক্ষে মোটামুটি ভালই গেছে । মরশুমের শুরুতে ডুরান্ড কাপ জয় তারপর আই এস এল লিগ শীল্ড জয় মন বাগানের সাফল্য প্রমাণ করে। যদিও মোহনবাগান সুপার জায়েন্টসে এএফসি কাপে একেবারেই ভালো খেলতে পারেনি । মোহনবাগান সুপার জায়েন্টসের কাছে এখনো দুটো ট্রফি জেতার সুযোগ আছে । কোন সেই ট্রফি আসুন দেখে নেওয়া যাক । এ আই এফ এফ যুবলীগ ২০২৩ -২৪ মরশুম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে আজ থেকে প্লে-অফ এবং ফাইনাল রাউন্ডে খেলা শুরু হওয়ার কথা । অ
নূর্ধ্ব ১৭ যুবলীগ ,জুনিয়ার লিগ এবং সাব জুনিয়র লিগ বছরের শেষ প্রান্তে এসেই উপস্থিত হয়েছে । এই তিন লিগে ১৬টি দল ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে । মোহনবাগান সুপার জায়েন্টস জুনিয়র দলের কাছে রয়েছে ট্রফি জয়ের সুযোগ। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর এআইএফএ অনূর্ধ্ব ১৭ যুবলীগ শুরু হয়েছিল । ১১ টি গ্রুপে বিভক্ত ৫৪ টি দল ডাবল রাউন্ড রবিন এবং হোম এন্ড আওয়ে ফর্ম্যাটে গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেছিল । দশটি দল সরাসরি ফাইনাল রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছে। এই দলগুলি হল রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস, মোহনবাগান এসজি , ইউনাইটেড এস সি, ফুটবল ফর চেঞ্জ অ্যাকাডেমি, ডেম্পো এসসি কেরালা ব্লাস্টার্স , ব্যাঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসি , দিল্লি সুদেবা এফসি , জিংকফুটবল একাডেমি । ১২ টি দল সব জুনিয়র লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্লে অফ ফাইনাল রাউন্ড অমৃতসরে গুরু নানক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১৪ই মে থেকে শুরু হওয়ার কথা চূড়ান্ত পর্বের খেলা । ১৬ টি দলকে চারটি ভাগে ভাগ করে খেলা হবে। এআইপি জুনিয়ার দিক এবং অনুর্দ্ধ সতেরো যুবলীগ খেতাবী লড়াইয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তাই সিনিয়র দের ট্রাফিজার সম্ভবনা শেষ হয়ে গেল ছোটরা এখনো মোহনবাগানকে ট্রফির স্বাদ এনে দিতে পারে ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post