বেঙ্গালুরু এবং পাঞ্জাব দুটি দলেরই পয়েন্ট সংখ্যা এখন ৮ । দুটি দলই ১১টি করে ম্যাচ খেলেছে ইতিমধ্যে। দুটি দলই এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আজ যে ম্যাচ হারবে তার পক্ষে মূল পর্বে যাওয়ার চিন্তাভাবনা শেষ, এটা বলাই যায়। পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান টিমের সঙ্গে যাননি তার চোট পাওয়াটা এবার বড় সমস্যা হয়ে গেল পাঞ্জাব টিমের কাছে। এবারের পাঞ্জাব কিংসের পারফরমেন্স নিয়ে চিন্তায় রয়েছে আরসিবি কর্তৃপক্ষ। তাদের পারফরম্যান্স কখনো রোদের ঝলক, কখনো মেঘলা । কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে পাঞ্জাব রেকর্ড রান তাড়া করে জিতেছে, আবার কোন কোন ম্যাচ ব্যাটিং ব্যর্থতা তাদের ডুবিয়েছে ।
পাঞ্জাবের সবচেয়ে বড় সমস্যা ঘরের মাঠে তারা ভালো খেলতে পারছে না । অন্যের মাঠে গিয়ে তারা পাঁচটার মধ্যে তিনটা ম্যাচ জিতেছে গত দু’বছরের রেকর্ড দেখলে জানা যাচ্ছে যে, ঘরের মাঠে সবচেয়ে খারাপ ফল করেছে পাঞ্জাব সুপার কিংস । একই রকমভাবে আরসিবি কেউ দেখা গেছে দুরকম অবস্থায় । প্রথম ছটি ম্যাচে আরসিবির ব্যাটসম্যানরা একটু গুটিয়েছিলেন অথচ বাকি পাঁচটা ম্যাচে বিধ্বংসী ব্যাট করা শুরু করছেন তারা। শেষের দিকের ম্যাচগুলোতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছে বিরাট কোহলি এবং ফাক ডুপ্লেসি । কোহলি এবারে আইপিএলে প্রথম থেকেই ছন্দে রয়েছেন, ডুপ্লেসি ও রান পাওয়ায় আরসিবির ব্যাটিং চেহারাটা বদলে গেছে। পরের দিকে ভালো খেলছেন উইল জ্যাকস এবং রজত পাতিদার । আর দীনেশ কার্তিক ও রয়েছেন খুব ভালো ফর্মে । শেষ পাঁচটি ম্যাচের দুটি ম্যাচে অর্ধশতরান করেছেন ফাক দুপ্লেসি ।
প্রথম ছয়টি ম্যাচে আরসিবির পাওয়ার প্লে তে রান ছিল ৮.২৭। পরের পাঁচটি ম্যাচের পাওয়ার পেতে সেই রাউন্ডে ভেসে দাঁড়িয়েছে ১২.৩ । মাঝের ওভারেও রান রেট বেড়েছে বেশ খানিকটা শেষ পাঁচটি ম্যাচে । বেঙ্গালুরু ম্যাচ থাকলেই যে বিতর্কটি সবার নজরে আসে তা হল বিরাট কোহলির স্ট্রাইক রেট। সুনীল গাভাস্করের মতন কিংবদন্তী, সমালোচনা করেছেন আইপিএলের বিরাটের ধীরে খেলা নিয়ে । নাম না করে বিরাটও উত্তর দিয়েছেন । এই আবহাওয়ায় আজ ধরমশালায় খেলতে নামছে বেঙ্গালুরু এই মুহূর্তে এগারোটি ম্যাচে বিরাটের স্ট্রাইক রেট ১৪৮.০৪ । বিরাট কোহলি ও নিজে দারুন খোশমেজাজে রয়েছেন। প্র্যাকটিসে পাঞ্জাবী ভাষায় মজা করে কথা বলতে দেখা গিয়েছে তাকে। প্রায় অসম্ভব হলেও অঙ্কের বিচার এখনো মূল পর্বে যাওয়ার সম্ভাবনা আছি আরসিবির । পরপর তিনটি ম্যাচ জিতে শেষ থেকে ৭ নম্বরে উঠেছেন বিরাটরা। পাঞ্জাব নেমে গিয়ে আট নম্বরে ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post