মোহনবাগান আইএসএল শীল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এবার সেরা ছয় দলের মধ্যে লড়াই আইএসএল লীগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। নক আউট পর্যায়ে মোহনবাগান সুপার জায়ান্টস, মুম্বাই সিটি এফসি ছাড়াও বাকি দলগুলি হচ্ছে এফসি গোয়া ,ওড়িশা এফসি, কেরল ব্লাস্টার্স এবং চেন্নাইআন এফসি । কেমন হবে নক আউট পর্যায়ের খেলা ?কে হবে চ্যাম্পিয়ন এবার?
উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে আই এস এল এর নক আউট পর্যায়ের খেলা । মোহনবাগান এবং মুম্বাই এফ সি । এরা প্রথম দুই দলে থাকার জন্য সরাসরি সেমিফাইনাল খেলবে । অন্যদিকেই কেরল ব্লাস্টার্স এফ সি গোয়া এবং চেন্নাই এনএফসি পরস্পর মুখোমুখি হবে কোয়াটার ফাইনাল খেলার জন্য। উনিশে এপ্রিল প্রথম ম্যাচে ওড়িশা এফসি এবং কেরল ব্লাস্টার্স মুখোমুখি হবে এবং সেই খেলা হবে কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বরে । পরের দিন ২০শে এপ্রিল নক আউট টুয়ে খেলায় মুখোমুখি হবে এফসি গোয়া এবং চেন্নাইয়ান এফসি। জহরলাল নেহেরু স্টেডিয়াম গোয়ায় হবে এই খেলা । এরপর তেইশে এপ্রিল প্রথম সেমিফাইনালে প্রথম লেগে মুখোমুখি আবার মোহনবাগান সুপার জায়েন্টস এবং নকআউট ওয়ান এ যারা জিতবে সেই দলের মধ্যে। এরপর ২৪ এপ্রিল সেমিফাইনাল ২ ,প্রথম লীগের খেলায় মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি এবং নক আউট টু এর যারা জিতবে সেই দলের মধ্যে । ২৮ শে এপ্রিল মোহনবাগান সুপার জায়েন্টস সাথে পরবর্তী ম্যাচটি হবে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে কলকাতায়। ২৯ এপ্রিল সেমিফাইনালের দ্বিতীয় পর্যায়ে মুখোমুখি হবে মুম্বাই ফুটবল এফসি এবং কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলের মধ্যে এই খেলা হবে মুম্বাই মাঠে। অবশেষে ৪মে অনুষ্ঠিত হবে আই এস এল এর ফাইনাল খেলা। যার স্থান এখনো ঠিক করা হয়নি । নক আউট পর্যায়ে কিন্তু প্রত্যেকটা দলের মধ্যে পার্থক্য খুব কম, তাই প্রত্যেকটি ম্যাচই হবে হাড্ডাহাড্ডি এটা আশা করা যায়। মোহনবাগান এবং মুম্বাই ছাড়া বাকি চারটি দল কিন্তু একবার করেই সুযোগ পাবে। হেরে গেলেই এ বছরের মধ্যে বিদায় নিতে হবে আইএসএল থেকে। মোহনবাগান এবং মুম্বাই সেমিফাইনালে দুটি করে ম্যাচ খেলবে হোম এবং এওয়ে ভিত্তিতে । প্রথম ছটি দল প্রায় সমান শক্তিশালী। প্রত্যেকটি দলের মধ্যে পার্থক্য খুবই সামান্য। গত বছর মোহনবাগান সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ টাইব্রেকারে জিতেছিল। তাই ফাইনাল পর্যায়ে এসে কেউ কাউকে ছেড়ে দেবে না । প্রত্যেকটি দলে ভালো বিদেশি আছে ,সঙ্গে রয়েছে স্বদেশীয় খেলোয়াড়রা । বিদেশি এবং স্বদেশী খেলোয়াড়ের সংমিশ্রণে যে দল শেষ পর্যন্ত ভালো খেলবে তারাই আইএসএল চ্যাম্পিয়ন হবে। তবে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে মুম্বাই এফসি এবং মোহনবাগানকেই এগিয়ে রাখা যায় । খেলার ফলাফল আগে থেকে কিছু বলা যায় না যদিও, তবে সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী এই দুটি দল অন্যদের থেকে সামান্য হলেও একটু এগিয়ে আছে। ৪ঠা মে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে । মোহনবাগান কি গত বছরের মতো এবারও চ্যাম্পিয়ন হবে, না উঠে আসবে নতুন কোন দল। আমরা অপেক্ষায় রইলাম ভালো খেলার।
Discussion about this post