বিশ্বকাপ টি টোয়েন্টি দল ঘোষণার পর যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সে হচ্ছে রিঙ্কু সিং । কে এল রাহুল, শ্রেয়াস আইআর, তিলক বর্মা, রিয়ান পরাগ, রবি বিষ্ণোই অনেককে নিয়েই এবার আলোচনা হয়ছিল। ভারত এমন একটি দেশ যেখানে প্রচুর সংখ্যক খেলোয়াড় এবং ভারতের মানুষ অত্যন্ত ক্রিকেটপ্রেমী । তাই ভারতীয় ক্রিকেট দলের দিকে তাকিয়ে থাকে দেশের ১৩০ কোটির বেশি মানুষ । অন্য দেশের ক্রিকেটারা বলেন যে , ক্রিকেট ভারতের ধর্ম। বিভিন্ন বাণিজ্যিক সংস্থাও ক্রিকেটের সঙ্গে জড়িত আছে ভারতবর্ষে। তাই ভারতের অর্থনীতিও ক্রিকেটের সঙ্গে যুক্ত ।যদিও ক্রিকেট ভারতের জাতীয় খেলা নয় কিন্তু বর্তমানে ভারতের সবচেয়ে বেশি মানুষ ক্রিকেট ভক্ত। ভারতের ১৫ জনের দলে রিঙ্কু না থাকায় অনেকেই রিঙ্কু স্বপক্ষে মুখ খুলেছেন।
এর আগে কৃষ্ণমাচারী শ্রীকান্ত এবং বীরেন্দ্র সেহবাগ সহ বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ রিঙ্কু স্বপক্ষে মুখ খুলেছেন। এবার কিন্তু সমর্থনে এগিয়ে আসলেন টি-টোয়েন্টির বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটার সূর্য কুমার যাদব । আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পান তিনি রিঙ্কু সিং। মুম্বাইয়ে খেলতে গিয়ে তিনি রোহিত শর্মার সাথে গিয়ে কথা বলেন । শুক্রবার মুম্বাই ম্যাচের পর তাকে উৎসাহ দিতে চেষ্টা করেন সূর্য কুমার যাদব।। বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই বেশ মন খারাপ রিংকুর। বেশ চুপচাপ হয়ে গেছেন তিনি। মুম্বাই ম্যাচের পর সূর্য কুমার যাদব রিঙ্কুকে দেখে নিজেই এগিয়ে আসেন তার কাছে।
রিঙ্কুকে মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করেন তিনি। কেকেআরের এই ব্যাটারকে বেশ কিছু পরামর্শ দেন সূর্য কুমার । তাকে হতাশ না হয় ভালো খেলার কথা বলেন । সূর্য কুমারের কথা বেশ মন দিয়ে শোনেন রিঙ্কু । আগামী দিনে রিঙ্কুর ভারতবর্ষের খেলা সম্ভাবনা রয়েছে । রবি শাস্ত্রী বলেছেন রিঙ্কু নতুন খেলছে এখনো অনেক দিন বাকি। পরবর্তীকালে রিঙ্কু ভারতীয় দলে খেলবে এবং সফল হবে।
Discussion about this post