লর্ডসে ১০ই জুলাই থেকে অনুষ্ঠিত ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম টেস্টটাই হতে চলেছে জেমস আন্ডারসনের শেষ টেস্ট ম্যাচ । ৪২বছর বয়সী পেসার ঠিক করেছিলেন এই ইংলিশ সামারে পুরোটাই খেলবে । কিন্তু ইসিবি নিযুক্ত টেস্ট টিমের হেড কোচ বাজবল খ্যাত ব্রেন্ডন ম্যাককালাম এর সঙ্গে গল্ফ কোর্সে এপ্রিলে একটা মিটিং বদলে দেয় চিত্রনাট্য। বোর্ড পরিষ্কার করে দেয় ,টিম সামনের দিকে তাকাতে চাইছে। শনিবার অ্যান্ডারসনের ইনস্টাগ্রাম পোস্ট বলছে, লর্ডসে জুলাইয়ে আমার শেষ টেস্ট ।ইংল্যান্ডের হয়ে মাঠে নামাটা মিস করব ।সরে দাঁড়াতেই হবে কারণ নতুনদেরও আমার মতই স্বপ্ন পূরণের সুযোগটা থাকা দরকার। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে আর কোন পেশারের ৭০০ টেস্ট উইকেট নেই।
আর কেউ ১৮৭টেস্টও খেলেননি। ২০০৩ থেকে ২০০২৪ টানা ২১ বছর টেস্ট খেলছেন ইংল্যান্ডের হয়ে ।টেস্ট ইতিহাসে মাত্র একজনই তার থেকে বেশি টেস্ট খেলেছেন শচীন টেন্ডুলকার ,২০০ টি টেস্ট । সেই শচীনকে ১৪ টি টেস্টে নয় বার আউট করার কৃতিত্ব আন্ডারসনের যা বিশ্বে আর কারো নেই ।টেস্টে বিরাট কোহলিকেও সাতবার আউট করেছেন তিনি । টেস্ট ক্রিকেট হারাতে চলেছে এক অক্লান্ত ধারাবাহিক যোদ্ধাকে। যিনি দীর্ঘ ক্যারিয়ারে বারবার লাল বলে ক্রিকেটকেই করেছেন চাঁদমারি। তার ছটা সিম ,আঙ্গুলের সঠিক ব্যবহার, আর গ্রিপে গতির হেরফেরে বিশ্বের সেরা ব্যাটারদের হারানোটাই ছিল তার সাধনা । ইনসুইং, আউটসুং, রিভার্স সুইং, অফ কাটার লেককাটার স্লোয়ার ই তার চিরকালীন টেমপ্লেট । ইংল্যান্ডের হয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৮টি উইকেট পেয়েছেন। কেরিয়ারের সাফল্যে থেকেও কোনদিনও আইপিএল খেলেননি।
তার রেকর্ডগুলি এই রকম টেস্টের ইতিহাসে পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট ।সর্বকালের লিস্টে তার আগে শুধু দুই স্পিনার মুরলিধরন ৮০০ এবং শেন ওয়ার্ন ৭০৮। বোলার হিসেবে পৃথিবীতে সবচেয়ে বেশি ১৮৭ টি টেস্ট খেলার রেকর্ড। ৩৫ প্লাস বয়স্ক পূর্ণ হওয়ার পরে ৬২টি টেস্ট খেলে ২২০ উইকেট গোটা বিশ্বে উইকেটের নিরিখে দ্বিতীয় । নন এশিয়ান পেশারদের মধ্যে এশিয়ার মাঠে সবচেয়ে বেশি টেস্ট উইকেট ৩২ টেস্টে ৯২ টি উইকেট পেয়েছেন।
Discussion about this post