খেলা থেকে যুদ্ধ সব বিভাগেই মেয়েরা সমান তালে এগিয়ে চলেছে পুরুষদের সঙ্গে। বলা চলে যে সমস্ত রেকর্ড পুরুষদের দখলে সুযোগ পেলে তার থেকেও বেশী রেকর্ড মেয়েদের দখলে থাকত। এখন যোগ্যতা যে নারী পুরুষ এই সংজ্ঞা দিয়ে মাপা যায় না তা বহুবার প্রমানিত হয়েছে। এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল আরও একটি দেশ। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে চলে গেল শ্রীলঙ্কা। আর সেই ম্যাচে ভাল খেললেন অধিনায়ক চামারি আতাপাত্তু। সেই সঙ্গে মহিলাদের ক্রিকেটে বিশ্বরেকর্ডও করলেন তিনি। ২০২৪ এর অক্টোবরে বাংলাদেশে হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর শ্রীলঙ্কা সেই প্রতিযোগিতায় গ্রুপ এ-তে সুযোগ পেয়েছে। যে গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত, নিউ জ়িল্যান্ড এবং পাকিস্তান রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ঠা অক্টোবর সিলেটে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ রয়েছে। যোগ্যতা অর্জন পর্বে
স্কটল্যান্ডের বিরুদ্ধে চামারি আতাপাতু ৬৩ বলে ১০২ রান করেন।যা মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি বয়সে শতরানের নজির । ৩৪ বছর ৮৮ দিন পার করে এই কীর্তি গড়েছেন তিনি । ভেঙে ফেলেছেন তানজানিয়ার ফাতুমা কিবাসুর রেকর্ড। কাতারের বিরুদ্ধে কিবাসু ৩৩ বছর ৩৭ দিনের মাথায় শতরান করেছিলেন।দেশের হয়ে ১৩১টি টি-টোয়েন্টি ম্যাচে ২৯৫৭ রান করেছেন আতাপাতু। দু’টি শতরান এবং ৪৮টি উইকেটও রয়েছে তার দখলে।এবং ১০১টি এক দিনের ম্যাচে ন’টি শতরান এবং ১৬টি অর্ধশতরান-সহ ৩৫১৩ রান করেছেন ।
দেশের হয়ে বরাবরই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন চামারি। এর আগেও তাঁর ব্যাট থেকে গুরুত্বপূর্ণ ইনিংস দেখা গিয়েছে। এই বয়সেও দলের প্রয়োজনে বার বারই এগিয়ে এসেছেন। তাঁর খেলার কৌশল দেশ বিদেশ সব জায়গাতেই সমীহ আদায় করে নিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post