আগামী ২রা জুন থেকে শুরু হচ্ছে আইসিসি পরিচালিত t20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা। এবারে বিশ্বকাপ প্রতিযোগিতা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হচ্ছে । বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও কোন জার্সি পড়ে ভারত খেলতে নামবে তা এতদিন জানা যায়নি। স্পনসরকারী সংস্থা সোমবার তা প্রকাশ্যে আনলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে বিশ্বকাপে ভারতের জার্সি প্রকাশ্যে আনা হয়েছে । ভারতের জার্সিতে এবার গেরুয়া রংয়ের আধিপত্য রয়েছে। দুটি হাতা গেরুয়া রঙের। জার্সির পাশেও গেরুয়া’ বর্ডার ‘রয়েছে। জার্সির হাতায় রয়েছে তিনটি সাদা স্ট্রাইপ। কলার ভি আকৃতির । জার্সির সামনে ‘ইন্ডিয়া’ লেখাটিও গেরুয়া রঙের । এই জার্সিটা সঙ্গে ২০১৯ বিশ্বকাপের জার্সির অনেক মিল রয়েছে । সেবারও এরকম জার্সি তৈরি করা হয়েছিল ।
২০১৯ এ জার্সির পিঠেও গেরুয়া রং ছিল কিন্তু এবার পেছনের দিকটা নীল রঙের । জার্সিতে বিসিসিআই লোগোর ঠিক ওপরে একটি তারা খোদাই করা আছে। নতুন এই জার্সির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে যে জার্সিতে একটাই তারা কেন রাখা হয়েছে ? আসলে টিম ইন্ডিয়া জার্সিতে প্রত্যেকটি তারা এক একটি বিশ্বকাপ খেতাব জয়ের প্রতীক। ভারতীয় দল একবারই এই টি-টোয়েন্টি খেতাব জয়লাভ করেছে সেই কারণে ভারতের ক্রিকেট দলের জার্সিতে একটাই তারা লাগানো হয়েছে । ২০০৭ সালে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করেছিল । সে কথা মাথায় রেখে ভারতের ক্রিকেট দলের জার্সিতে একটি তারা লাগানো হয়েছে । একদিনের ক্রিকেটে জার্সিতে দুটি তারা দেখা যায় কারণ ভারত দুবার একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে । ভিডিওটি দেখে মনে হয়েছে এটি ধর্মশালায় শুট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে রোহিত ভারতের জার্সি পরে প্র্যাকটিস করছে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজর সঙ্গে । হঠাৎই হেলিকপ্টার শব্দ শুনে রোহিত তাকান এবং বাকিদের আঙ্গুল দিয়ে সেদিকে তাকাতে বলেন।
Discussion about this post