শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ।ইতিমধ্যেই ভারতীয় দল ও ঘোষণা হয়ে গেছে। সোমবার টি-২০ বিশ্বকাপের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।জার্সিতে ভারতীয় পতাকার তিনটে রংই ব্যবহার করা হয়েছে।এই নয়া জার্সিতে নীল রংয়ের পাশপাশি গেরুয়া এবং সাদা রংও দেখতে পাওয়া যাচ্ছে।রয়েছে বিসিসিআই এর লোগো।আর লোগোর ঠিক উপরেই রয়েছে একটি ভিড়ে।জার্সি উন্মোচনের পর থেকেই এই জার্সির ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।আর তাতেই একটা প্রশ্ন বারবার চোখে পড়ছে,তা হল ভারতীয় দলের জার্সিতে কেনো একটি তারা রয়েছে।কি এর অর্থ?
আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো ভারতীয় দলের জার্সিতে এই একটি তারা কেনো রাখা হয়েছে।
ক্রিকেট ভারতীয়দের কাছে আবেগ।আর টি 20 বিশ্বকাপ নিয়ে উত্তেজনা মাত্র ছাড়ায়।২০০৭ সালে আয়োজিত টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করেছিল।প্রথম টি 20 বিশ্বকাপে ধোনির নেতৃত্বে জয়ের মুকুট পেয়েছিল ভারত। সেই দিন টা আজও স্মরণীয়।
জার্সিতে প্রত্যেকটি তারা এক একটি বিশ্বকাপ খেতাব জয়ের প্রতীক।আর এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া একবারই টি-২০ বিশ্বকাপে জয়লাভ করেছে।সেকারণে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে একটাই তারা লাগানো হয়েছে।
এখানে বলে রাখা দরকার, একদিনের ক্রিকেট বিশ্বকাপের জার্সিতে দুটো তারা দেখতে পাওয়া গিয়েছিল।কারণ একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত দুবার জয়লাভ করেছে।প্রথম ১৯৮৩ সালে এবং দ্বিতীয় ২০১১ সালে।তাই এরপর থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপে জার্সিতে দুটি তারা দেখতে পাওয়া যায়
ভারতীয় জার্সিতে একসঙ্গে তিনটে তারাও দেখতে পাওয়া গেছে। ভারতীয় ক্রিকেট দল যখন কম ওভারের কোনও দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজ খেলতে নামে,তখন জার্সিতে তিনটে তারাই একসঙ্গে দেখতে পাওয়া যায়।এক্ষেত্রে এটাও তিনবার জয়ের প্রতীক হিসেবে লাগানো থাকে।
এবারের টি 20 বিশ্বকাপের জার্সিতে ভারতীয় পতাকার তিনটে রং ই ব্যবহার করা হয়েছে। নতুন জার্সিতে নীল রঙের মধ্যে গেরুয়া রংয়ে লেখা রয়েছে ‘ইন্ডিয়া’। বিশ্বকাপ খেলতে ভারতীয় দল আগামী ২১ তারিখ আমেরিকা রওনা হবে।ভারতের প্রথম ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।খেলা হবে আগামী ৫ জুন।
Discussion about this post