বিরাট বিক্রমে ৬০ রানে জিতল বেঙ্গালুরু। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখনো অংকের বিচারে প্লে অফের দৌড়ে তারা। অপরদিকে প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেল পাঞ্জাব কিংসের । চলতি মরশুমে স্ট্রাইক রেটের কাঁটা তাঁকে বিঁধেছে বারবার ।যা নিয়ে কথা শোনাতে ছাড়েনি সুনীল গাভাস্কার। এক কথায় বিরাটের স্ট্রাইক রেট নিয়ে বিতর্ক বেড়েছে বই কমেনি । বৃহস্পতিবার ধরমশালায় বিরাটের ব্যাট যেন নতুন এক জবাব দিয়ে গেল। ৯২ রান করে আউট হলে বিরাট এবারে আইপিএল এ নিজের দ্বিতীয় সেঞ্চুরি হারালেন ,কিন্তু স্ট্রাইক রেট পৌঁছালো ২০০ কাছাকাছি।
পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে ওপেন করতে নেমে ৪৭ বলে তার ইনিংস সাজানো সাতটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারিতে। উইকেটের চারদিকে মেরে খেলেছেন ।যখন মনে হচ্ছিল আরও একটা আইপিএল শতরান আসতে চলেছে তখনই ফিরে গেলেন কোহলি । শুরুতে দুবার ক্যাচ ফেলার খেসারত দিতে হলো পাঞ্জাব কিংসকে। বিরাটের ইনিংসের সৌজন্যে আরসিবি প্রথমে ব্যাট করে তোলে ২৪১রান । জবাবে পাঞ্জাব কিংস এর ইমেজ শেষ হয় ১৮১রানে । তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হচ্ছে তা কানে গিয়েছে কোহলির। ইনিংসের মাঝখানে সম্প্রচারকারী চ্যানেলে কোহলি হেসে বলেন তাকে পুরো ইনিংস স্ট্রাইক রেট টা ভালো রাখতে হয়েছে। তারপরে বলেন তিনি চেয়েছিলেন ছন্দটা ধরে রাখতে ।চাপের মধ্যে ছিলেন যখন রজত পাতিদার আউট হয়ে যায়। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায় ,ওই সময় ছন্দটা নষ্ট হয়ে গিয়েছিল ।
রজত পাতিদার ২৩ বলে ৫৫ রান করে ফিরে যাওয়ার পরে অবশ্য ক্যামরান গ্রিন ২৭ বলে ৪৬ রান করে স্ট্রাইক রেট বাড়ানোর কাজটা করতে থাকেন হোলির সঙ্গে। ম্যাচের সেরা হয়ে বিরাট বলে যান এখনো আমি নিজেকে উন্নত করার চেষ্টা করি। রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার প্রভসিমরান সিং কে হারায় পাঞ্জাব। তারপরে অবশ্য পাল্টা আক্রমণ শুরু করে জনি বেয়ারস্ট্রো এবং রাইলি রুসো । বিয়ারস্ট্রো ১৬ বলে ২৭ রান করে আউট হয়ে যান । ২৭ বলে ৬১ রান করে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রুসো । শশাঙ্ক সিং খারাপ খেলছিলেন না । রান নিতে গিয়ে তিনি ডুপ্লেসির সঙ্গে ধাক্কা খান । মাটিতে পড়ে ছটফট করতে দেখা যায় তাঁকে । এরপরে বিরাটের সরাসরি থ্রোতে রান আউট হন শশাঙ্ক । এরপর আরসিবি স্পিনারদের বিরুদ্ধে আটকে যান বাকিরা । লেগ স্পিনার কর্ণ শর্মা ৩ ওভারে ২ উইকেট তুলে নেন । মোহাম্মদ সিরাজ ৪৩ রান দিয়ে তিনটি উইকেট পান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post