বিরাটকে কাছে পেয়ে যেমন যে কোন তরুন ক্রিকেটার নিজের আবেগ ধরে রাখতে অক্ষম। তেমনই বিরাটও নিজের ভাষায় স্থানীয়দের সঙ্গে কথা বলতে পেরে আপ্লুত। চলতি আইপিএলে বিরাটের দল ১১টি ম্যাচে চারটি জিতেছে এবং ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে তারা। যদিও প্লে-অফের আশা এখনও বেঁচে কোহলিদের। তবে তার জন্য নিজেদের পরের তিনটি ম্যাচই জিততে হবে বেঙ্গালুরুকে ।আর সেই লক্ষ্য নিয়ে আজ পঞ্জাবের বিরুদ্ধে নামবেন তাঁরা। তার আগে বলতে গেলে ঘরের মাঠে ফুরফুরে মেজাজে দেখা গেল কোহলিকে।
তিনি সবার আবদার অনুরোধ রাখছেন শুধু সই দেওয়া বা নিজস্বী তোলা নয়, ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাও বলেন তিনি। তবে হিন্দি বা ইংরেজিতে নয়। খোদ পাঞ্জাবিতে। বিরাট নিজে পাঞ্জাবি। তাই নিজের ভাষায় কথা বলার সুযোগ ছাড়েননি তিনি। হিমাচলের স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে নিজের ভাষাতেই কথা বলেন বিরাট । তরুন ক্রিকেটারদের সঙ্গে হাসাহাসি করতেও দেখা যায় তাঁকে। ম্যাচ নিয়ে ম্যাচের বাইরে কখনই তাকে টেনশন করতে দেখা যায়নি যদিও প্লে-অফের আশা এখনও বেঁচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আজ ধর্মশালায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলা তাঁদের। সেই ম্যাচের আগে নিজেকে হাশিখুশি রাখতে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে পাঞ্জাবিতে কথা বললেন বিরাট কোহলি।গত বুধবার ধর্মশালায় অনুশীলন করতে যান বেঙ্গালুরুর ক্রিকেটারেরা। তাঁদের মধ্যে বিরাট কোহলিও ছিলেন। অনুশীলনে হিমাচল প্রদেশের স্থানিয় ক্রিকেটারেরাও ছিলেন। তাঁরা সাহায্য করছিলেন আইপিএল খেলতে আসা ক্রিকেটারদের তবে বিরাটকে কাছ থেকে দেখতে পেয়ে ভিড় করেন তাঁরা। কেউ সই তো কেউ ছবির আবদার করেন।বিরাটও সানন্দে সবার আবদার রাখেন। শুধু সই দেওয়া বা নিজস্বী তোলা নয়, ক্রিকেটারদের সঙ্গে নিজের ভাষাতে কথাও বলেন তিনি। তবে পাঞ্জাবিতে কথা বলতে পেরে তরুন ক্রিকেটাররা যত বেশী আনন্দিত তার থেকেও বিরাট নিজে বেশী খুশি হয়েছেন কারণ বিরাট নিজে পাঞ্জাবি। তাই নিজের ভাষায় কথা বলা ও হাসি মস্করা করার সুযোগ ছাড়েননি তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post