তার সাফল্যের ধারাবাহিকতা দলের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা নাকি ক্রিকেটের প্রতি আরোও খিদে । ঠিক কোন জাদুতে ক্রিকেটেরে সব বিভাগে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন এই নাইট রাইডারস। যত আইপিএল চরম মাত্রার দিকে এগোচ্ছে ততই তিনি নিজেকে বদলে ফেলছেন দলের প্রয়োজনে। তিনি নিজেই এক বিষ্ময়, তিনি কলকাতার ব্রহ্মাস্ত্র, যিনি সব ম্যাচেই ব্যাট হাতে বা বল হাতে দলকে সমৃদ্ধ করছেন আর অনাবিল আনন্দ দিচ্ছেন কেকেআর ভক্ত সমর্থকদের। তিনি হলেন সুনিল নারাইন। তিনি যেমন প্রতিটি ম্যাচেই রান করছেন তেমন বল হাতে চমক অব্যাহত রেখেছন। চলতি আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের এই ব্রহ্মাস্ত্র ১১টি ম্যাচ খেলে ৪৬১ রান করেছেন। সবার মনে প্রশ্ন কী ভাবে এতটা ধারাবাহিক রেখেছেন নিজেক ? লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে নিজেই তার জবাব দিলেন নারাইন।
লখনউয়ের বিরুদ্ধে ৩৯ বলে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলেছেন নারাইন। তাঁর ব্যাটে ভর করে ২৩৫ রান করেছে কেকেআর। এবং ৯৮ রানে লখনউকে হারিয়েছে কেকেআর। ম্যাচের সেরা হয়েছেন নারাইন। সেরার পুরস্কার নিতে গিয়ে নিজের ধারাবাহিকতার মন্ত্র জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের এই ক্রিকেটার।
তিনি জানিয়েছেন, এ বার তাঁর মানসিকতায় বদল ঘটেছে । তিনি বলেন, “সব থেকে গুরুত্বপূর্ণ হল ভাল শুরু করা। এ বার আমি মানসিকতা পুরোপুরি ইতিবাচক রাখছি। আর সাপোর্ট স্টাফরাও খুব সাহায্য করছে। আমার শক্তি অনুযায়ী শট খেলছি। বল দেখে মারছি। এবং সেটা কাজেও লেগেছে।”
দল থেকে তার দায়িত্ব বাড়ানো হয়েছে । শুধু বড় শট খেললে হবে না, ক্রিজে টিকে থাকতে হবে অনেক বেশী আর তিনি সেটাই চেষ্টা করছেন । সুনিল আরও বলেন, “আগে আমি প্রথম থেকেই বড় শট খেলতাম। আউট হওয়ার ভয় পেতাম না। কিন্তু এ বার আমাকে বলা হয়েছে যত বেশি সময় সম্ভব ক্রিজ়ে থাকতে হবে। তাই দ্রুত ইনিংস খেলার পাশাপাশি উইকেটও ধরে রাখছি। নতুন দায়িত্ব উপভোগ করছি।”
শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও নিজের কাজটা করছেন তিনি। এবার বোলিংএ তার জুটি বরুন চক্রবর্তী। বরুণের সঙ্গে জুটি বেঁধে বল করাটা বেশ উপভোগ করছেন নারাইন। তিনি বলেন, “বরুণ উইকেট নিচ্ছে। ও আমার কাজটা সহজ করে দিচ্ছে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব কম রান দিতে।” বরুনের প্রশংসা করে নারিন বলেন “ও খুব পরিশ্রমী। ওকে দেখে ভাল লাগছে। আশা করছি আগামী ম্যাচগুলোতেও আমাদের জুটি সফল হবে।”
কলকাতা ৮ টি ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে, পয়েন্ট তালিকায় এক নম্বরে রয়েছে । বাকি রয়েছে তিনটি ম্যাচ, যার মধ্যে একটি জিতলেই প্লে-অফে যাওয়া নিশ্চিত কেকেআরের।
Discussion about this post