খেলার মাঠ থেকে সিনেমাজগতে পা দিলেন কেকেআর তারকা।আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলছেন এই ক্যারিবিয়ান তারকা।মাঠে তার বিপুল জনপ্রিয়তা।এবার আইপিএল এ খুব ভালো ফর্মে রয়েছে কেকেআর।বিধ্বংসী ব্যাটিং দিয়ে ফ্যানেদের মনোরঞ্জন করেছেন ক্যারিবিয়ান তারকা রাসেল।এবার মনোরঞ্জন করতে বলিউডে পারি দিচ্ছেন রাসেল।তার আপকামিং কাজের পোস্টার ইতিমধ্যেই ঝর তুলেছে সোশ্যাল মিডিয়ায়।পোস্টার ঘিরে ফ্যানেদের মধ্যে তুমুল উত্তেজনা।তবে কোনো সিনেমা নয়,একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে ক্যারিবিয়ান তারিকাকে।সেই মিউজিক ভিডিওর পোস্টার নিয়েই জল্পনা শুরু হয়।
এই মিউজিক ভিডিও টি বানাচ্ছেন পলাশ মুচ্ছল।নিজের নতুন মিউজিক ভিডিওর জন্য কেকেআর তারকাকে বেছে নিয়েছেন পলাশ।এই মিউজিক ভিডিওতে রাসেল এর সঙ্গে দেখা যাবে টেলিভিশন তারকা অভিকা গরকে। ‘লড়কি তু কামাল কি’ মিউজিক ভিডিওতে দেখা যাবে আন্দ্রে রাসেলকে।একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন ক্যারিবিয়ান তারকা।এমনিতেই রাসেল খুবই রঙিন মেজাজের।পোস্টারে রাসেল এর পরনে গেরুয়া লুঙ্গি,কালো গেঞ্জি ও রঙিন শার্ট।
তবে সেই মিউজিক ভিডিওতে রাসেল এর চরিত্র সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি।ফ্যানেরা তাকে এবার নতুন অবতারে দেখতে আগ্রহী।দেখা যাক বলিউড এর মাঠেও ছক্কা হাকাতে পারেন কিনা!
Discussion about this post