ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে বিতর্ক বেশ কয়েক বছর ধরে চলছে বারবার রেফারিং নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন এ আই এফএকে ।
বেশকিছু মরশুম ধরেই রেফারি সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে ভারতীয় ফুটবল বারবার রেফারিং নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে । শাস্তির মুখে পড়তে হয়েছে বেশকিছু দলকে এবং খেলোয়ারকে । সেক্ষেত্রে একাধিকবার নয়া প্রযুক্তি আনার কথা শোনা গেলেও খুব একটা কর্ণপাত করেনি ফেডারেশন । গত বছরের মত এ বছরেও আই এস এল এর মরশুমে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে দেখা গেছে জোর বিতর্ক বিশেষ করে কলকাতা ময়দানে দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলকে ভুগতে হয়েছে একাধিকবার। ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত বারংবার রেফারিং নিয়ে অভিযোগ করেছেন । দুবার কুয়াদ্রতকে লাল কার্ড দেখানো হয়েছে ম্যাচের সময় ।
ফলে তিনি দুটি ম্যাচ ডাগআউটে বসতে পারেনি । আইএসএল এর প্রথম লীগে মোহনবাগান ও মুম্বাই এফসি ম্যাচেও রেফারিং নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছিল । সবকিছু মাথায় রেখে এ বছরের শুরু থেকে নয়া প্রযুক্তির প্রস্তুতি জন্য তৎপর হয়ে ওঠে ভারতীয় ফুটবল ফেডারেশন । এর পাশাপাশি দেশীয় রেফারীদের জন্য বিশেষ ট্রায়ালের ব্যবস্থা করা হবে শোনা যায় । সেই মতো কাজকর্ম শুরু হয়ে যায় ব্যাপকভাবে । ভারতীয় রেফারিং নিয়ে আজ আবার মুখ খুললেন এফ এর সভাপতি কল্যাণ চৌবে তিনি বলেন এই ভি এ আর সিস্টেম চালু করার জন্য বেশ কিছু কথা মেনে চলতে হবে । এই ভিআর সিস্টেম চালু করার জন্য অপটিক্যাল ফাইবার থেকে শুরু করে মাঠের ওয়াইফাই কানেকশনের তীব্রতার মধ্যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয় যেগুলো ছাড়া এই প্রক্রিয়া চালু করা কার্যত আসম্ভব। তাদের তরফ থেকে খরচের একটি প্রাথমিক হিসাব চেয়ে পাঠানো হয়। এক্ষেত্রে আই এস এল এর পাশাপাশি যাতে ভি এ আর সিস্টেম চালু করা যায় সে ব্যবস্থা করার চেষ্টা চলছে সব কিছু খতিয়ে দেখে আপাতত মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে একটি বিশেষ বৈঠকের কথা হয়েছে যেখানে এই প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেয়া হবে।
Discussion about this post