মূল পর্বে যাওয়ার আশা মুম্বাইয়ের প্রায় শেষ। ভালো খেলার মানসিকতাও প্রায় হারিয়ে ফেলেছে মুম্বাই খেলোয়াড়রা । মঙ্গলবার ঘরের মাঠে লক্ষ্ণৌর কাছে চার উইকেটে হারতে হলো মুম্বাইকে ।
প্রথমে ব্যাট করতে এসে ব্যর্থ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি এরপর টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান সূর্য কুমার যাদব মাত্র দশ রান করে আউট হয়ে গেলেন। বিশ্বকাপটি টোয়েন্টি ক্রিকেট টিমে সুযোগ পেলেও মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া আবার ব্যর্থ । কোন রান করার আগেই তিনি ফিরে গেলেন। একটা সময় ৮০ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল মুম্বাইয়ের । মুম্বাই শেষ পর্যন্ত দেড়শো পর্যন্ত পৌঁছালো তার প্রধান কারণ ঈশান কিশান, নেহাল ওয়াধেরা ও টিম ডেভিড । ঈশান ৩৬ বলে ৩২ নেহাল ৪১ বলে ৪৬ এবং ডেভিড ১৮ বলে ৩৫ রান করে । মুম্বাইয়ের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১৪৪ রানে ।
ঘরের মাঠে ব্যাট করতে নেমে প্রথমে চাপে পড়ে গিয়েছিল লক্ষ্ণৌ । উইকেট ও ক্রমেই স্লো হয়ে এসেছিল। ব্যাটে সেভাবে বল আসছিল না। অধিনায়ক রাহুল ২২ বলে২৮ রান করে আউট হয়ে যান । আজ আবার লক্ষ্ণৌর রক্ষাকর্তা হয়ে দাঁড়ান স্টোয়ানিস । ৪৫ বলে ৬২ রান করে তিনি দলকে জয়ের পথে নিয়ে যান । নিকোলাস পুরাণ ১৪ রান করে নট আউট থাকেন । ১৪৫ রান তুলতে তাদের ছয়টি উইকেট পড়ে যায় । ব্যাটে ব্যর্থ হলেও হার্দিক পান্ডিয়া দুটো উইকেট পান লাখনৌর ইনিংসে । বুমরা চার ওভারে কোন উইকেট না পেলেও মাত্র ১৭ রান দেন । বেঙ্গালুর মত মুম্বাই এরও মূল পর্বে যাওয়ার আশা শেষ। মুম্বাই দলের থেকে ভারতীয় দলের স্থান পেয়েছে অধিনায়ক রোহিত শর্মা, সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া, ব্যাটসম্যান সূর্য কুমার যাদব এবং বোলার যশপ্রীত বুমরা ।
বিশ্বকাপে সম্পূর্ণ আলাদা পরিবেশে খেলা হবে । কিন্তু তার আগেই মুম্বাইয়ের এই ব্যর্থতা তাদের সমর্থকদের হতাশ করছে। অন্যদিকে এই ম্যাচ জিতে লক্ষ্ণৌ তাদের মূল পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখল । খেলার আগেই হয়তো রাহুল দল ঘোষণার কথা জেনে গিয়েছিল। রাহুলের বাদ পরাটা অনেকের কাছেই বিস্ময়ের । বেশ কয়েকটি ম্যাচের পর আজ মায়াঙ্ক ফিরে আসলেও বোলিংয়ে সেভাবে দাগ কাটতে পারেনি।।
Discussion about this post