আইপিএল নিয়ে অনেকের ধারণা এটি বিনোদন আর ব্যবসার জন্য জনপ্রিয়। এই ধারণা অনেকাংশেই সত্যি। কারণ আইপিএলের জন্মই বিনোদন এবং ব্যবসার জন্য। যেখানে ক্রিকেটকে কতটা প্রাধান্য দেওয়া হয় সেটা সবার জানা। আর ক্রিকেটকে বেশী প্রাধান্য দিলে হয়তো আইপিএল তার জনপ্রিয়তাই ধরে রাখতে পারবে না। কিন্তু এটাতো ঠিক যে আইপিএল সারা বিশ্বকেই কিছুটা সময়ের জন্য হলেও একটা দেশ বানিয়ে দিয়েছে। মুছে দিয়েছে বিভেদ এবং বিদ্বেষের গন্ডি। তাই তো একটা সময় ধোনি আর মু্স্তাফিজুরকে নিয়ে যে সমস্ত বিদ্বেষের বাতাবরণ তৈরী হয়েছিল, আইপিএলের দৌলতে তা আজ আদিম যুগের গল্প। কিন্তু আইপিএল না থাকলে মুস্তাফিজুর এবং ধোনি একই সাজঘরে একই দলের হয়ে লড়াই করার সুযোগ কি পেত। তারা যখন দেশের হয়ে খেলেছে তখন এক অন্যকে বিব্রত করার চেষ্টা করেছে কিন্তু সেটা আইপিএলএ খেলার আগে। এখন যদি তারা দেশের হয়ে একে অপরের বিরুদ্ধে খেললেও একে অপরের প্রতি স্নেহ এবং সম্মান প্রদশন করবেই, আর এটা আইপিলের দৌলতেই সম্ভব হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএলের মাঝ পথ থেকে দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট বিশ্রামের এবং মানসিকভাবে চাঙ্গা থাকার সুযোগ দিতেই বাঁ হাতি জোরে বোলারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ বোর্ড। মুস্তাফিজুর এবছর চেন্নাই সুপার কিংসের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার আর সেই মুস্তাফিজুরকে দেশে ফেরার আগে বিশেষ উপহার দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।
২০২৪ এর আইপিএলে আর দেখা যাবে না মুস্তাফিজ়ুরকে। বাংলাদেশে ফেরার পর সমাজমাধ্যমে ধোনির দেওয়া উপহারের কথা জানিয়েছেন মুস্তাফিজুর। ধোনি তার নিজের হলুদ জার্সিতে সই করে মুস্তাফিজ়ুরকে উপহার দিয়েছেন । ধোনির হাত থেকে সেই জার্সি নেওয়ার ছবিও সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুস্তাফিজ়ুর।
সিএসকে এবং বাংলাদেশের নির্ভরযোগ্য জোরে বোলার মুস্তাফিজুর লিখেছেন, ‘‘মাহি ভাই সব কিছুর জন্য ধন্যবাদ। আপনার মতো কিংবদন্তির সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়ার অনুভূতিও আমার কাছে অসাধারণ। সব সময় আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শগুলি মনে রাখব। আপনার সঙ্গে আবার দেখা করার এবং এক সঙ্গে খেলার জন্য অধির আগ্রহে রয়েছি।’’
অন্য দিকে বংলাদেশের ডেপুটি ম্যানেজার অফ ক্রিকেট অপারেশনস শাহরিয়ার নাফিস বলেছেন, ‘‘আমরা মুস্তাফিজ়ুরকে আইপিএল খেলার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিলাম। ১ মে চেন্নাইয়ের খেলা থাকায় সিএসকে কর্তৃপক্ষ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে আমরা মুস্তাফিজুরের ছুটি এক দিন বাড়িয়েছিলাম।’’ গত বুধবার চেন্নাই সুপার কিংসের হয়ে এ বারের আইপিএলে শেষ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ়ুর। ন’টি ম্যাচ খেলে ১৪টি উইকেটও নিয়েছেন । ২০২৪ এর আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় ছিলেন মুস্তাফিজুর। দেশে ফিরে ধোনির সম্পর্কে তার মন্তব্য শুধু মুস্তাফিজুর নয়, তার পরিবার তথা গোটা বাংলাদেশেই ধোনির সম্পর্কে ধারণা বদলে দেবে।
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post