টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং। ১৫ জনের ভারতীয় দল ঘোষণা পর থেকেই শুরু হয়েছে রিঙ্কু সিং কে নিয়ে বিতর্ক । দেশের সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরাই সম্ভাব্য টিমে রিঙ্কু জায়গা নিশ্চিত রেখেছিলেন ।
কেন বাদ গেলেন রিঙ্কু সিং ভারতীয় দল থেকে ? সকলেই ভেবেছিলেন একজন ফিনিশার হিসেবে রিংকু সিং দলে স্থান পাবেন । কিন্তু তিনি হেরে গেলেন শিবম দুবে এর কাছে। আইপিএল শুরু হওয়ার আগে প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছিলেন, যেহেতু বিশ্বকাপের আগে আর কোন প্রতিযোগিতা নেই তাই আইপিএল এর পারফরমেন্সের উপর দল গঠন অনেকটাই নির্ভর করবে । রিঙ্কু এবছর আটটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং ১২৩ রান করেছেন । কিন্তু শুধু পরিসংখ্যান দেখলে তাকে সঠিক বিচার করা যাবে না। অধিকাংশ ম্যাচে তিনি শেষের দিকে কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছেন । গত বছর তিনি অনেক বেশি সুযোগ পেয়েছিলেন এবং তার ধারাবাহিকতা দেখাতে পেরেছিলেন। শিবম দুবে এবার আইপিএলে ৩৫০ রান করেছেন । রিঙ্কু যেখানে মাত্র ৮২ বল খেলার সুযোগ পেয়েছেন সেখানে শিবম সুযোগ পেয়েছেন ২০৩ টি বল খেলার । প্রতি ম্যাচ হিসাব করলে রিঙ্কু প্রতি ম্যাচে দশটা বল খেলার সুযোগ পেয়েছেন সেখানে শিবম দুবে ২৩ টা বল খেলার সুযোগ পেয়েছেন । এবারের আইপিএলে শিবম দুবে ছাব্বিশটা ৬ এবং ২৪ টা চার মেরেছেন সেই তুলনায় রিঙ্কু ছয় মেরেছেন ছয়টি এবং চার মেরেছে নয়টি। শিবম দুবে ব্যাট করতে নেমেছেন তিনি অথবা চার নম্বরে । সেই তুলনায় রিঙ্কু নেমেছেন সাত অথবা আট নম্বরে যেখানে ঝুঁকি নিতে হয় অনেক বেশি । তাতেই সমস্যা হয়েছে রিঙ্কুর। রিংকুর বাদ পড়ার জন্য কেকেআর কর্তৃপক্ষ অনেকটাই দায়ী বলে মনে করা হচ্ছে । অঙ্গকৃষ রাজবংশী, শ্রেয়াস এবং বেঙ্কটেস আয়ার অনেক বেশি সুযোগ পেয়েছেন আগে ব্যাট করার। রিঙ্কুকে যদি আরও আগে ব্যাট করতে পাঠানো হতো, তাহলে রিংকু আরো দায়িত্ব নিয়ে খেলতে পারতেন এবং দলকেও সাহায্য করতে পারতেন।
সে ক্ষেত্রে তিনি নির্বাচকদের আরো বেশি নজরে আসতে পারতেন। এছাড়াও impact player এর নিয়ম ও রিঙ্কুর বিপক্ষে গিয়েছে । শিবম দুবে অলরাউন্ডার হিসেবে সুযোগ পাননি তিনি ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন কারণ আইপিএলে তিনি মাত্র একটি ম্যাচেই বল করেছেন। শিবম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন তাকে ফিল্ডিং করতে হয়নি অধিকাংশ ম্যাচেই। তিনি তো তরতাজা থেকে শুধুমাত্র ব্যাট করেছেন তিন অথবা চার নম্বরে। গত বছর রিঙ্কু সিং ১৫টি ম্যাচের ৩৫৬ রান করেছিলেন তার এভারেজ ছিল ৮৯ এবং স্ট্রাঈক রেট ছিল ১৭৬.২৪। প্রাক্তন ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারী শ্রীকান্ত রিঙ্কুর বাদ পড়া নিয়ে প্রচণ্ড সমালোচনা করেছেন । শ্রীকান্ত বলেছেন, ভারতীয় দলের হয়ে রিঙ্কুর পারফরমেন্স যথেষ্ট ভালো । যদিও রিঙ্কুকে রিজার্ভে রাখা হয়েছে তবে এ বছর বিশ্বকাপে রিঙ্কুর খেলার সম্ভাবনা খুবই কম।
Discussion about this post