আবার একটি দুই শতাধিক রানের টার্গেট এবং সেই টার্গেট ছুঁতে পারল না রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলের দ্বিতীয় হারের সম্মুখীন হল তারা। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদ এক রানে জিতে নিজেদের অবস্থানকে আরেকটু ভালো করতে পারল আইপিএলে, টিকিয়ে রাখল মূল পর্বে যাওয়ার সম্ভাবনা।
ভারতীয় দলে তিনি নেই অনেকদিন হয়ে গেল, সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে সেখানেও তাকে নিয়ে আলোচনা হয়নি। সেই সুইং বোলার ভুবনেশ্বর কুমার এদিন ভেল্কি দেখালেন এবং তার জন্যই রাজস্থান রয়্যালসকে দ্বিতীয় হার স্বীকার করতে হল। আগে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ তোলে ২০১ রান। ট্রাভিস হেড প্রথমে একটু ধরে খেললেও পরে চালিয়ে খেলে ৪৪বলে ৫৮ রানের একটু অসাধারণ ইনিংস খেলেন । হায়দ্রাবাদের ইনিংসকে টেনে নিয়ে যান নবাগত নীতীশ কুমার রেড্ডি। ৪২ বলে বিশাখাপত্তনমের এই ব্যাটার ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। নীতীশ তিনটি বাউন্ডারি এবং আটটি ওভার বাউন্ডারি মারেন । নীতীশ শেষ পর্যন্ত নট আউট থাকেন শেষ দিকে মাত্র ১৯ বলে ৪২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন হেনরি ক্লাসেন । আবেশ খান ৩৯ রানের ২টি উইকেট পান । ২০২ রানের টার্গেট নিয়ে খেলতে নামে রাজস্থান রয়েলস, কিন্তু শুরুতেই রাজস্থান রয়্যালসকে ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার জশ বাটলারকে শূন্য রানে এবং সঞ্জু স্যামসনকে শূন্য রানে ফিরিয়ে দেন তিনি। প্রথম ওভারের শেষে রাজস্থানের স্কোর ছিল এক রানে দুই উইকেট । এরপর রাজস্থানের ব্যাটিংয়ের হাল ধরেন যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ । ৪০ বলে ৬৭ রান করে টি নটরাজনের বলে আউট যশস্বী ,স্কুপ করতে গিয়ে বোল্ড হন তিনি ।
এরপর ইনিংসকে টেনে নিয়ে যান পরাগ, তিনি ৩৯ বলে ৭৭ রান করে আউট হন প্যাট কামিংস এর বলে । শেষ ওভারে বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। রাজস্থানের জেতার জন্য দরকার ছিল ১৩ রানের । শেষ বলে দুই রান করলে রাজস্থান ম্যাচটি জিতে যেত। কিন্তু শেষ বলে পাওয়েলকে এলবিডব্লিউ আউট করেন ভুবনেশ্বর কুমার, ফলে এক রানে ম্যাচ জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ । এ পর্যন্ত রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ পাঁচবার মুখোমুখি হয়েছে তার মধ্যে চারবারই জিতল সানরাইজার্স হায়দ্রাবাদ । রাজস্থান কেবল একটি ম্যাচে তাদের বিরুদ্ধে জিততে পেরেছিল।। প্রথম ও ওভারে এবং শেষ ওভারে চমক দিয়ে ভুবনেশ্বর কুমার ৪১ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। পরপর দুটি ম্যাচে জিতে সানরাইজার্স হায়দরাবাদ চতুর্থ স্থানে উঠে এলো আর এই ম্যাচ হারলেও রাজস্থানে এক নম্বরই রইল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post