এবারের আইপিএলের শুরু থেকে সুনীল নারিন বিধ্বংসী ফর্মে রয়েছেন । এর আগেও তিনি ব্যাট হাতে চমক দিয়েছেন বহুবার কিন্তু এ বছরের মত এমন বিধ্বংসী ফর্মে কোনদিনও ছিলেন না । এ বছর তিনি একটি সেঞ্চুরি করেছেন, হাফ সেঞ্চুরি করেছেনতিনটি যার মধ্যে দুটি ম্যাচে ৮০র ঘরে আউট হয়েছেন । ১১ টি ম্যাচ খেলে তার রান সংখ্যা ৪৬১ । সর্বোচ্চ রানের অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনি তৃতীয় স্থানে রয়েছেন । এ বছরই তাঁর রানের গড় ৫২ । স্ট্রাইক রেট প্রায় ১৮৪ । কে কে আর ধরে তার ওপেনিং পার্টনার ফিল্ম সল্ট । এ বছর আইপিএলের অনিশ্চিত ছিলেন সল্ট । গত আইপিএলের সময় তিনি দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলেছিলেন । এ বছর প্রথমে আইপিএল নিলামে তাকে কেউ নেয়নি । ইংল্যান্ডের জেমস রয় নাম তুলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্স লাস্ট মিনিটে এন্ট্রি করেছেন । ওপেন জুটির পারফরমেন্স ই এ বছর কলকাতার নাইটার্স এর সাফল্যের বড় কারণ । সুনীল নারিনের ক্ষেত্রে এ বছরের পারফরমেন্স যথেষ্ট ভালো।। এর আগে কোন সময় নারিন ৪০০ র বেশি রান করতে পারেনি।। এর আগে তিনি মাঝে মধ্যে ওপেন করলেও এ বছর প্রথম থেকেই সব ম্যাচে তিনি ওপেন করছেন । ২০১২ সাল থেকে আইপিএল এ খেলছেন সুনীল নারিন। ২০১৭ সালে তার মোট ২২৪ ,২০১৮ সালে ছিল ৩৫৭, ২০১৯ সালে ১৪৩ , ২০২০ সালে তার রান ছিল ১২১ । এবছরের মতো ব্যাটিং সাফল্য তিনি কোন বছরই পাননি । বোলিং এও কে কে আরকে ভরসা দিচ্ছেন নারিন ।
১১ টি ম্যাচে ১৪ টি উইকেট নিয়েছেন । ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই নারিন তার সঙ্গীকে বাড়তি প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন । ব্যাটিংয়ে তার সঙ্গী ফিল সল্ট তেমনি বোলিংয়ে বরুন চক্রবর্তী। বরুন ১১টি ম্যাচে ১৬ টি উইকেট নিয়েছেন। তার উপেনিং পার্টনার ফিল সল্ট, তিনি প্রশংসা করে বলেছেন যে সব সময় আমরা একে অপরের পরিপূরক হওয়ার চেষ্টা করছি। আমাদের সাপোর্ট স্টাফরা খুব সহায়তা করছে । স্পিনার বরুনের প্রশংসা করেছেন তিনি। তার মতে বরুণের সঙ্গে বোঝাপড়া খুব ভালো । একজন উইকেট পেলে আরেকজন রান আটকানোর চেষ্টা করছে ,ফলে দুজনেরই কাজটা সহজ হচ্ছে।।।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ হারের পর প্রবল চাপের মুখে পড়েছেন নতুন কোচ গৌতম গম্ভীর ।আসন্ন অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সিরিজে রোহিত...
Read more
Discussion about this post