বাউন্ডারি , ওভার বাউন্ডারি বা উইকেট নয় আইপিএলের প্লে অফে যত ডট বল হবে ততই লাভ হবে পরিবেশের। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে বিসিসিআই। তিনটি প্লে অফ এবং ফাইনাল এই চারটি ম্যাচে ডট বল পিছু ৫০০টি করে চার গাছ লাগাবে ভারতীয় বোর্ড। আইপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত প্রথম কোয়ালিফায়ার ,এলিমিনেটর দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল চারটি ম্যাচে যতগুলি ডট বল খেলা হবে তার জন্য চারাগাছ লাগাবে আইপিএল কর্তৃপক্ষ। প্রতিটি ডট বলের জন্য ৫০০ টি চারা গাছ লাগানো হবে ।
২০২৩ সালে এই উদ্যোগ প্রথমবার নেয়া হয়েছিল ২৪ এর আইপিএলেও সেটার পুনরাবৃত্তি হচ্ছে। প্রথম থেকেই আইপিএলের ম্যাচে প্রচুর জল নষ্ট নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে । এমনকি মহারাষ্ট্রে খরার সময় খেলার মাঠে প্রচুর জল নষ্ট নিয়ে মামলাও হয়েছে । এবার তেমন কোন বিতর্ক দেখা যায়নি। উল্টে বিসিসিআই অভিনব উদ্যোগ নিয়েছে যাতে বিশ্ব উষ্ণায়ন রোধে কিছুটা হলেও সহযোগিতা করা যায়। বোর্ড সূত্রের খবর, টাটা গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে প্রতিটি ডট বল কিছু ৫০০ টি করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম কোয়ালিফায়ারে এই ডট বল নিয়ে অভিনব ব্যবস্থা করেছে সম্প্রচারকারী সংস্থাও। ডিজিটাল স্কোরবোর্ডে ডট বলের জায়গায় বিন্দুর বদলে দেখানো হচ্ছে গাছের ছবি। বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্করা ডট বল করলেই তাই ভেসে উঠছে গাছের ছবি । সেটা বেশ চমকপ্রদ এবং সচেতনতার প্রচারে উপযোগী বলে মনে করা হচ্ছে ।
Discussion about this post