একুশে এপ্রিল ইডেনের মাঠে কেকেআরের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবারের এই ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলোয়াড়দের সবুজ জার্সি পড়ে মাঠে নামতে দেখা যাবে । পরিবেশ সচেতনতা বাড়াতে এবং গাছ লাগানোয় উৎসাহ দানের জন্যই তাদের এই সিদ্ধান্ত । ২০১১ সাল থেকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পরিবেশ সচেতনতায় গাছ লাগানোর জন্য মানুষকে উৎসাহিত করতে একটি করে ম্যাচে সবুজ জার্সিতে মাঠে নামে । এ বছর তাদের নিজেদের মাঠে দুপুরবেলার একটি ম্যাচে তারা সবুজ জার্সি পরে খেলেছিল। রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কর্তৃপক্ষ জানিয়েছেন বাইরের ম্যাচগুলিতে তারা সবুজ জার্সি পরে খেলবেন । গত রবিবার লখনৌ সুপার জায়েন্টস তাদের চিরাচরিত জার্সি বদল করে সবুজ মেরুন জার্সি পড়ে নেমেছিল । যদিও সেই ম্যাচ তারা হেরে যায় কেকেআরের কাছে । এই রোববার রয়েল চ্যালেঞ্জার্স সবুজ জার্সি পরে নামবে তাদের ভাগ্য বদলের আশায় । বেঙ্গালুরু কর্তৃপক্ষ জানিয়েছেন জার্সি বদল করে হয়তো আমাদের ভাগ্য ফিরতে পারে তাই নতুন জার্সিতে মাঠে নামব আমরা। বিশ্ব উষ্ণায়নের যুগে গরম প্রতি বছরই বেড়ে চলেছে । এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা সাহারা মরুভূমিকে ছুঁয়েছে। এই প্রখর দাবদাহের কারণ গাছ কেটে ফেলা এবং গাছ না লাগানো বলে মনে করা হয়। বনভূমি ধ্বংস করে গাছপালা কেটে আমরা আমাদের নগর সভ্যতা কে বাড়িয়ে চলেছি। প্রচন্ড গরমের মধ্যে পড়তে হচ্ছে আমাদের । এরকম পরিস্থিতিতে রাজধানীর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সবাই। এর আগে এক বছর আইপিএলের সময় প্রচন্ড জলও কষ্ট দেখা দিয়েছিল। ফলে ম্যাচ ম্যাচের স্থান পরিবর্তন করতে হয়েছিল । বিরাট কোহলি ,দুপ্লেসিরা সবুজ জার্সি পরে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post