প্যাটকামিন্সের অধিনায়কত্বে সানরাইজার্স হায়দ্রাবাদ এবছর সর্বোচ্চ রানের রেকর্ড করে চলেছে । কিন্তু গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে গেল তারা । পাঁচটি ম্যাচ জিতে চেন্নাই সুপার কিংস প্লে অফের দিকে অনেকটাই এগিয়ে গেল।
ওয়ানডে বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার ক্রিকেট ক্যাপ্টেন পেট কামিন্স সানরাইজার হায়দ্রাবাদের ও ক্যাপ্টেন । একের পর এক বিস্ফোরক ইনিংস খেলা হায়দ্রাবাদের বিরুদ্ধে সহজ জয় পেল মহেন্দ্র সিং ধোনিরা। চেন্নাইয়ের ২১২ রানের জবাবে হায়দ্রাবাদের শেষ হয়ে গেল মাত্র ১৩৪ রানে। পরপর দুটো ম্যাচ হেরে চাপে পড়ে গেল হায়দ্রাবাদ । এদিন ব্যাট করতে এসে চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ সেঞ্চুরির কথা না ভেবে ডেথ ওভারে চালিয়ে খেলতে গিয়ে 98 রানে আউট হয়ে যায়। মাত্র ৫৪ বলে তার এই রান নিঃস্বার্থ ব্যাটিং এর ছাপ রাখে । আর যার কথা না বললেই নয় শিবম দুবে । মাত্র কুড়ি বল খেলে 39 রান করেন তিনি। শিবম দুবে একটি চার ও চারটি ছয় মারেন। ঋতুরাজ আউট হওয়ার পর ব্যাট করতে নামেন ধোনি মাত্র দু’বলের জন্য । তার মধ্যে একটি বলে চার মারেন। তিনি পাঁচ রান করে অপরাজিত থাকেন । এবারে আইপিএল একটা মজার ব্যাপার হল এখনও পর্যন্ত ধোনি কোন ম্যাচেই আউট হয়নি । এখনও পর্যন্ত আইপিএলে ধোনি নট আউট । এবছরের আইপিএলে হায়দ্রাবাদ দলকে যারা টানছিলেন তারা হলেন হায়দ্রাবাদের ওপেনাররা ।
দেখা যাচ্ছে অভিষেক শর্মা এবং ট্রাভিসের ব্যর্থ হলেই তারা চাপে পড়ে যাচ্ছে । আজ দ্বিতীয় ওভারে ফিরে যান হেড এরপর চতুর্থবারে ওভারে শর্মা আউট হয়ে গেলে সেই ধাক্কা সামলাতে পারল না হায়দ্রাবাদ। সর্বোচ্চ রান করেন মার্ক রাম ৩২ ক্লাসেন কুড়ি রান করে আউট হয়ে যান। পাওয়ার প্লে তে দুরন্ত বোলিং করে তুষার দেশপান্ডে । শেষ পর্যন্ত তুষার ২৭ রানে চারটি উইকেট পায় । এছাড়া পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান দুজনেই ভালো বল করেন । দুজনেই দুটি করে উইকেট পান । এর ফলে বড় ব্যবধানে জেতে চেন্নাই।
Discussion about this post