হাঁটুতে চোট্ থাকা সত্ত্বেও মাঠে নেমেছেন ধোনি।নিজের সেরাটা উজার করে দিচ্ছেন।দল আর ক্রিকেট কে ভালোবাসলে বোধহয় অনেক যন্ত্রনাকে উপেক্ষা করেও খেলা যায়।মহেন্দ্র সিং ধোনি তার উদাহরণ।হাঁটুর যন্ত্রণা উপেক্ষা করে নামছেন মাঠে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন দলের জন্য। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর ধোনির এই সমস্যার কথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স।
সিএসকের বোলিং পরামর্শদাতা বলেছেন, ‘‘ধোনি নেটে দুর্দান্ত ব্যাট করছে। মাঠেও ঠিক তেমনই খেলল। অবিশ্বাস্য। প্রতিযোগিতা শুরুর আগে থেকেই ভাল ফর্মে রয়েছে। ব্যাট-বলে ভাল সংযোগ হচ্ছে।’’ ফর্মে থাকা ব্যাটার ধোনিকে কেন বেশি ওভার হাতে থাকতে নামাচ্ছে না চেন্নাই? সিমন্স বলেছেন, ‘‘আসলে ওর চোট নিয়ে সকলে একটু চিন্তিত। ধোনি নিজে অবশ্য তেমন উদ্বিগ্ন নয়। আমার দেখা অন্যতম কঠিন মানসিকতার মানুষ ধোনি। ওর যন্ত্রণা হচ্ছে কি না বা কতটা হচ্ছে, সেটাও আমরা জানি না। অথচ ধোনি খেলে চলেছে। দলের প্রয়োজনে সবই করছে। হাঁটুর সমস্যা ওর পারফরম্যান্সেও প্রভাব ফেলছে না।’ তিনি আরও বলেন, ‘‘ধোনির অবশ্যই চোট রয়েছে। হালকা হলেও আছে। সেটা অগ্রাহ্য করেই খেলছে। যা যা করা প্রয়োজন, সবই করছে। আমরা সকলে ওর চোট নিয়ে উদ্বিগ্ন। শুধু দলের কথা বলছি না। ক্রিকেটপ্রেমীরাও ধোনিকে নিয়ে উদ্বিগ্ন। অনেকেই ওর চোট নিয়ে কথা বলছেন। অথচ ধোনি তেমন কিছুই বলছে না।’’
গত বছরেও হাঁটুর চোট নিয়ে আইপিএল খেলেছিলেন ধোনি।হাঁটুর সমস্যার সমাধানে অস্ত্রোপচার করিয়েছিলেন। কিন্ত তাতে কোনো লাভ হয়নি।এ বারও হাঁটুর চোটকে সঙ্গী করেই খেলছেন আইপিএল। একাধিক ম্যাচের পর তাঁর বাঁ হাঁটুতে আইস প্যাক দেখা গিয়েছে।কিছুটা পা টেনে হাঁটছেন।ক্রিকেটপ্রেমীদের মনে ধোনির ফিটনেস নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছিল।সেই প্রশ্নের জবাব দিলেন সিমন্স।হাঁটুর যন্ত্রনাকে উপেক্ষা করেও খেলছেন ধোনি।শরীর সাথ না দিলেও মনের জোর নিয়েই মাঠ কপাচ্ছেন তিনি।যা নতুন খেলোয়ারদের অনেকটা অনুপ্রাণিত করছে।
Discussion about this post