১২ বছর পর সর্বভারতীয় ট্রফি জয় করেছে ইস্টবেঙ্গল। সুপার কাপ জয় করে ইস্টবেঙ্গল এএফসি কাপে খেলার সুযোগ পেয়েছে । গত কয়েক বছর পর দুবার মোহনবাগানকে হারিয়েছি বড় ম্যাচে । কিন্তু আইএসএলে সেভাবে সফল হয়নি ইস্টবেঙ্গল । তাই আগামী বারের জন্য ভালো দল করার প্রস্তুতি শুরু করে দিয়েছে।
আগামী বছরের জন্য ইস্ট বেঙ্গল ক্লেনটন সিলভা, হিজাজী মাহের , সাউল ক্রেশপোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে। নতুন ফরাসি তারকা মাধি তালাল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে । গোলরক্ষক হিসেবে ইস্টবেঙ্গলে আসছেন দেবজিত মজুমদার । এছাড়াও ডেভিড লাল হ্যানসাঙ্গা, প্রভাত লাকরা সহ একাধিক ভারতীয় ফুটবলারকে সই করিয়েছে । কেরল ব্লাস্টার্স এর হয়ে খেলা দিমিত্রিয়স কে সই করনের ব্যাপারে ইস্ট বেঙ্গল অনেক দূর এগিয়ে গেছে ।
চলতি আইএসএল এ ১৭ টি ম্যাচে ১৩ টি গোল করেছেন দিমিত্রিয়স । গ্রিসের জাতীয় দলের খেলা ৩১ বছরের এই স্ট্রাইকারকে নেওয়ার জন্য এর আগেও ঝাঁপিয়েছিল ইস্ট বেঙ্গলসহ আইএসএল এর একাধিক দল । কিন্তু তিনি কোন দলেরই প্রস্তাবে সম্মতি দেননি । কেরলের কোচের পথ থেকে হুগোমানোভিচকে বরখাস্ত করার পর পরিস্থিতি বদলে গিয়েছে । ইস্টবেঙ্গলের সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালুরু ও তাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে। গ্রিসের এই স্ট্রাইকার চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও ইস্টবেঙ্গল যে এই লড়াইয়ে এগিয়ে আছে তা বলাই যায়।। যদিও তিনি সম্মতি জানাননি তবু ইস্টবেঙ্গলের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেননি। এই কারণে আগামী বছরটা লাল হলুদ জার্সি পড়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল । ভারতীয় তারকাদের মধ্যে নন্দকুমার,সায়ন, মহেশ, বিষ্ণু, আমনদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের । জাতীয় দলের বেশ কয়েকজন তারকাকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল। প্রয়োজনে বড় ট্রান্সফার ফি দিতেও তারা প্রস্তুত । তাই সমর্থকরা আশায় বুক বাঁধতে পারেন , আগামী বছর ইস্টবেঙ্গল ভালো দল করছে এফসি কাপে লড়ার জন্য এবং একসঙ্গে ঘরোয়া ফুটবলের সাফল্যের জন্য ।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post