টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যে পদক্ষেপ নিয়েছি তা স্বাভাবিক ভাবে নিতে পারবেন না ভারতীয় ক্রিকেট বোর্ড ।আইপিএলের আগে ফিল সল্ট ,যশ বাটলারকে ডেকে নিয়েছে ইসিবি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। যা কিনা এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর সুপার হিট সুনীল নারিন ও ফিল সল্ট জুটি ভেঙে দিল । আহমেদাবাদ থেকে ফিরে গিয়েছেন সল্ট । তাকে মিস করলেও এমনটা যে হবে জানা ছিল কেকেআর টিম ম্যানেজমেন্টের। মোটামুটি ঠিকই করা আছে উইকেট কিপার ও ওপেনার এর দায়িত্ব সামলাবেনস আফগানিস্তানের রহমানুল্লহ গুড়বাজ । গত বছর নাইটদের ওপেনার হয়ে সফল হন তিনি । ইতিমধ্যে একুশে মে কোয়ালিফাইয়ের ওয়ান খেলা নিশ্চিত নাইটদের । এখানেই আসল পরীক্ষা কেকেআরের । দেশে ফিরে গেছে রাজস্থান রয়্যালসের জশ বাটলারও । ফাইনালে উঠলে পুরো ২৬শে মে পর্যন্ত আইপিএলে খেলতে হবে যশস্বী জয়সওয়াল ,যজুবেন্দ্র চাহালদের । যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের বিদায় হয়ে যাওয়ায় রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা কিছুটা আগে উড়ে যেতে পারবেন ইউ এস এ তে । তবু গোটা টিম একসঙ্গে না থাকা এবং ম্যাচ প্র্যাকটিস না পাওয়া একটা সমস্যা হবে বলে মনে করছেন হারভজন সিং এবং তার জন্য আইপিএলের সূচিকেই দায়ী করেছেন তিনি।
মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়েছে কেকেআর। যেখানে সল্টের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে। শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘রব নে বনা দি জোড়ি’র গান ‘হাম হ্যায় রাহি পেয়ার কে, ফির মিলেঙ্গে চলতে চলতে ‘গানের সঙ্গে ছাড়া হয়েছে সেই ভিডিও । কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই মরশুমে ৪৩৫ রান করেছেন সল্ট । ব্যাটিং গড ৩৯ . ৫৫ । কলকাতার ক্রিকেটের প্রেমীরা সল্টের ভক্ত হয়ে উঠেছেন । সল্টের বিদায় পোস্টে এক ভক্ত লিখেছেন, কলকাতা তোমাকে কোনদিনও ভুলবেনা। বিশ্বকাপে তোমার জন্য আমরা প্রার্থনা করব। ভালো থেকো কলকাতা কে মনে রেখো । নাইট শিবির থেকে চলে যাওয়ার আগে দলকে বিশেষ বার্তা দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার সল্ট। জানা গেছে সল্ট নাকি বলেছেন ,আইপিএল ট্রফি জিতলেই তাকে ভিডিও কল করে দেখাতে। তিনি বলেছেন চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রথম ভিডিও কলটা যেন আমাকে করা হয়। গুড়বাজ কিন্তু কলকাতার ক্রিকেট প্রেমীদের কাছে যথেষ্ট জনপ্রিয় । গতবার আইপিএলের সময় কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে তাঁকে । বেশ কিছু দুঃস্থ মানুষকে তিনি সাহায্য করেছেন গত বছর । আশা করা যায় সল্টের পরিবর্তে গুড়বাজ উইকেট কিপিং এবং ওপেনার হিসেবে সফল হবেন।
: ৯ জন খেলে ড্র ইস্টবেঙ্গলের নৈতিক জয় ।কিন্তু এক পয়েন্টে খুশি নন অস্কার ব্রুজো। সমর্থকদের আবেগের সঙ্গে গা ভাসাতে...
Read more
Discussion about this post