: এক যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ভারত। এখানেই শেষ নয়, দু যুগ পরে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের চর্চায় শুধু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার! ততধিক হত শ্রী পারফর্ম করেছে ভারতের তুই সুপারস্টার বিরাট কোহলি ও রোহিত শর্মা । তবে দুই মহরতীর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও নক্ষত্রপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয় নিয়েছে বিরাট করেছেন ৯৩ রান! রোহিতের ইনিংসে সংগ্রহ ৯১ রান! শ্রীকান্ত তার ইউটিউব চ্যানেলে রোহিত এবং বিরাট জুটিকে নিয়ে বড় কথা বলে দিলেন। রোহিত প্রসঙ্গে শ্রীকান্ত বললেন, “ভারত যদি অস্ট্রেলিয়ায় ভালো কিছু করতে না পারে। এমনকি রোহিত নিজে যদি ভালো খেলতে না পারে, তাহলে ১০০ শতাংশ ভাবতেই পারি যে ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে। ও শুধু ওডিআই খেলবে আগেই রোহিত দেশে জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়ে দিয়েছে। মাথায় রাখতে হবে ওর বয়স বাড়ছে, বয়স কিন্তু কমছে না। তবে রোহিত কে কুর্নিশ ।ও নিজের মুখে স্বীকার করেছে যে পুরো সিরিজ বাজে খেলেছে ।খারাপ অধিনায়কত্ব করেছে। ওর দম আছে ।এটাই একজন ক্রিকেটারের ছন্দে ফেরার ইঙ্গিত। নিজের দোষ মেনে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। একজন মানুষের এটা দারুন গুণ ।রোহিত প্রকাশ্যে স্বীকার করেছে ।তার মানে ও ফিরছে এটাই আমি বলব”। কোহলির ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী শ্রীকান্ত ।তিনি বলেন,” আমার মনে হয় বিরাট কোহলি পয়মন্ত অস্ট্রেলিয়ায় ছন্দে ফিরে পাবে। অস্ট্রেলিয়া ওর জায়গা ।ওটা ওর শক্তি। আমার মনে হয় না কোহলি ছন্দে নেই ,এ বিষয়ে কথা বলার এখনো সময় এসেছে। আমি মানবো না সেটা। ওর হাতে প্রচুর সময় আছে। এক দুই বছর টেস্ট ক্রিকেটে ওর খারাপ গেল !আর কিছু না। বিরাটের কিন্তু অস্ট্রেলিয়ায় আগুন জ্বালানো ধাতে আছে। ৫৪ র গড়ে তিনি ১৩৫২ রান করেছেন টেস্টে। ১৩ ম্যাচে ৬টি সেঞ্চুরি ৪টি হাফ সেঞ্চুরি করেছেন”।
বৃহস্পতিবার রঞ্জি ট্রফি ম্যাচে চার উইকেট দখল করে ইনজুরি থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের পরে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং সফরে বিপর্যস্ত ভারতীয় দল মহম্মদ শামিকে দেখা...
Read more
Discussion about this post