প্রখ্যাত ভারতীয় বোলার ইরফান পাঠান তার পছন্দের ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দল বেছে নিলেন । ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে । এই বিশ্বকাপে ভারতীয় দল কেমন হতে পারে তা নিয়ে তার নিজস্ব মতামত ও যুক্তি প্রকাশ করলেন তিনি ।
জুন মাসের শুরু থেকেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ । এই টুর্নামেন্টের হট ফেভারিট ভারতীয় দলকে নিয়ে শুরু হয়ে গেছে নানা রকম আলোচনা । বিশ্বকাপে ভারতীয় দল কেমন হতে পারে এ নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটারই তাদের মতামত ব্যক্ত করেছেন । ভারতের বিশ্বকাপ দল নিয়ে এবার মতামত প্রকাশ করলেন ইরফান পাঠান । ওপেনার হিসেবে তার প্রথম পছন্দ যশস্বী জয়সোয়াল এবং রোহিত শর্মা । আর এক ওপেনার হিসেবে তার পছন্দের ক্রিকেটার হলেন শুভ মান গিল । এছাড়াও বিরাট কোহলি রয়েছে তার দলে। বিরাট ব্যাঙ্গালুরুর হয়ে ওপেন করছেন এবং এবছর যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন। এরপর রয়েছে তার পছন্দের ক্রিকেটার সূর্য কুমার যাদব এবং রিঙ্কু সিং । উইকেট কিপার হিসেবে তার প্রথম পছন্দ ঋষভ পন্থ। দুর্ঘটনা থেকে ফিরে এসে পন্থ যেভাবে এবারে আইপিএলে খেলছে তা তাকে মুগ্ধ করেছে । শুধু ব্যাটিং নয় তার দুরন্ত কিপিং ও পাঠানের নজরে পড়েছে। অলরাউন্ডার হিসাবে তিনি বেছে নিয়েছেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজাকে । স্পিনার হিসেবে তার দুই পছন্দের ক্রিকেটার হলেন কুলদীপ যাদব এবং যজুবেন্দ্র চাহাল । পেসবোলার হিসেবে তিনি বেছে নিয়েছেন যশপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংকে । যদিও অর্শদীপ এবং সিরাজের ফর্ম নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত । তার পছন্দের ভারতীয় দলটি হল এরকম রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল , বিরাট কোহলি ,ঋষভ পন্থ, সূর্য কুমার যাদব, রিঙ্কু সিং , হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ সিং, যজুবেন্দ্র চাহাল , জশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ,অর্শদীপ সিং এবং শুভমান গিল ।
ভারত না আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন থেকে সরে আসতে পারে পাকিস্তান ।এমনকি প্রতিযোগিতার না খেলার সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান ক্রিকেট...
Read more
Discussion about this post