একেবারে ঝড়ের গতিতে বল। প্রতিটি বলের গতিবেগ ঘন্টায় ১৬০ কিমি। জসপ্রীত বুমরা এবার আইপিএলের দুর্দান্ত ফর্মে আছেন । ভারতীয় দলের অন্যতম সম্পদ, তিনি বিশ্বকাপে ও নির্বাচিত হয়েছেন। বুমরাকে সমীহ করে পৃথিবীর প্রতিটি দল । কিন্তু শুধু বুমেরাং বা মহম্মদ শামি নয় সারা ভারতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু দ্রুতগতির ফাস্ট বোলার । সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি প্রচেষ্টা চালিয়েছেন । সেই প্রচেষ্টার উদ্দেশ্য হল বুমরার মতন প্রতিশ্রুতিবান ফার্স্ট বোলার খুঁজে বার করা । সম্প্রতি একটি প্রতিবেদনে জানা গেছে যেমন একজন বোলার আছেন যিনি বুমরার মতন গতিতে বল করার ক্ষমতা রাখেন । ওয়াসিম-বসীর নামে জম্বু ও কাশ্মীরে একজন বোলার আছেন যাকে আগামী দিনের ভারতীয় দল অন্তর্ভুক্ত করতে পারে। দ্রুতগতির বোলার হিসাবে। ওয়াসিম বশির সাম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং এই পারফরম্যান্সে নিজেকেই তাকে ইন্ডিয়া টিমের অন্তর্ভুক্ত করা যেতে পারে। ওয়াসিম বশির অত্যন্ত দ্রুতগতিতে বল করেন এবং তিনি ১৬০ কিমি গতিবেগে বল করতে সক্ষম। জানা যাচ্ছে কাশ্মীরের অপর দ্রুত গতির গোলার উমরান মালিক তাকে পরামর্শ দিচ্ছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post