১৬ই এপ্রিল রাজস্থান রয়েলস এর কাছে হারার পর কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ক্রিকেট বল পরিবর্তনের জন্য জোর স ওয়াল করেছেন । তার মতে এখন যে বলে ফেলা হয় তা বেশি সুইং করে না এবং পঞ্চাশ বড় টেকে না । ১৬ই এপ্রিল ছিল রাজস্থান রয়েলস এবং কেকেআরের মধ্যে ম্যাচ । লিগ টেবিলের দু নম্বর টিমের সঙ্গে এক নম্বর টিমের খেলা । এই খেলায় জিততে পারলেই কেকেআর রাজস্থান কে পেছনে ফেলে এক নম্বরে উঠে আসতে পারতো । কিন্তু যশ বাটলারের অমানবিক ইনিংসের জন্য কেকেআর এই ম্যাচ হেরে যায়। ম্যাচ শেষে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর যে কোকাবুরা বলে খেলা হচ্ছে তার বিরুদ্ধে জোর সওয়াল করেন । তার মতে কোকাবুরা বলে বেশি সুইং হয় না এবং এই বলে ৫০ ওভার ও খেলা যায় না। তাই কোকাবুরা বল পরিবর্তন করে ডিউক বলে খেললে অনেক বেশি সুবিধা হবে বোলারদের। ডিউক বলের সুইং অনেক বেশি । গৌতম গম্ভীর আরো বলেন যে এবছর আইপিএলে প্রচুর রান হচ্ছে । ২০০ রান কোন নিরাপদ স্কোর নয় । হামেশাই যে কোন দল এই রান তুলে দিচ্ছে । তাই শুধুমাত্র ব্যাটসম্যানদের দিকটা দেখলেই হবেনা বোলারদের দিকটাও দেখা উচিত । এ কারণে তিনি মনে করেন কোকাবুরা বলের পরিবর্তে ডিউক বলে খেলা হলে বোলাররা সুবিধা পেতে পারেন ।
: সুর নরম করে হাইব্রিড মডেলের টুর্নামেন্টে আয়োজনের রাজি হয়েছে পাকিস্তান। তবে পাক বোর্ডের এমন' নতিস্বীকারে' খুব একটা খুশি নয়...
Read more
Discussion about this post