টানা তিন ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছিল তারা । কিন্তু গত রবিবার সেই ঘোড়াকে সজোরে ধাক্কা মারে চেন্নাই এক্সপ্রেস! চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে টস হেরে, চারে চার করার লক্ষ্যে নেমে মুখ থুবড়ে পড়েছিল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং। প্রথমে ব্যাট করে কেকেআর মাত্র ১৩৭ রান করেছিল। জবাবে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস ১৪ বল হাতে রেখেই সাত উইকেটে হেস খেলে ম্য়াচ বার করে নেয়। গৌতম গম্ভীর ও চন্দ্রকান্ত পণ্ডিতের টিম মরসুমে প্রথম হার হাজম করে। বলা ভালো চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতা অসহায় আত্মসমর্পণ করে। কেকেআর ফের জয়ে ফিরতে মরিয়া।
কলকাতায় ফিরেই কালীঘাটে পুজো দিল কেকেআর টিম। বৃহস্পতিবার সকালে বাইপাসের ধারের হোটেল থেকে কালীঘাটে আসেন বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, অনুকূল রয় ও ভেঙ্কটেশ আইয়াররা। ভক্তি ভরে পুজো দিলেন রিঙ্কুরা। সেই ভিডিয়ো কেকেআর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সঙ্গে ক্য়াপশন দেওয়া হয়েছে, ‘মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা’! আপাতাত শ্রেয়সদের আর কলকাতার বাইরে পা রাখতে হচ্ছে না। কলকাতা আগামী টানা পাঁচ ম্য়াচ খেলবে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। আগামী ১৪ এপ্রিল কলকাতার প্রতিপক্ষ লখনউ। এরপর রাজস্থান (১৭ এপ্রিল) বেঙ্গালুরু (২১ এপ্রিল), পঞ্জাব (২৬ এপ্রিল, কলকাতা) ও দিল্লির (২৯ এপ্রিল) বিরুদ্ধে ম্য়াচ নাইটদের। শুধু নাইটরাই নন, সকল কেকেআরের ফ্যানই চাইছেন ইডেনে টানা পাঁচ ম্য়াচ জিতেই কেকেআর এগিয়ে যাক ট্রফির আরও কাছে। অন্যদিকে বৃহস্পতিবার অর্থাৎ আজ, রমজান শেষেঈদের আনন্দ মেতেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। হোটেলেই খুশির ঈদ উদযাপন করেছেন রহমানুল্লাহ গুরবাজরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post