আইপিএল যত শেষের দিকে এগিয়ে আসছে ততই বাড়ছে উন্মাদনা। এবছরের আইপিএলতো ঘটনার ঘনঘটায় সমৃদ্ধ।ভোটের প্রভাবও যাকে ম্নান করতে পারেনি। গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ এবার কোয়ালিফায়ের খেলা, আর যত কোয়ালিফায়ের খেলা এগিয়ে আসছে ততই বাড়ছে উন্মাদনার পারদ। ইতিমধ্যেই কলকাতা প্রথম কোয়ালিফায়ার হিসাবে নিজেদের নিশ্চিত করে ফেলেছে। দ্বিতীয় দল রাজস্থান এখন বাকি আছে দুটি দল আর কোয়ালিফায়ারে লড়ায়ে আছে পাঁচটি দল।
এখন দেখার কে কাকে টেক্কা দেয়।যদিও প্লে-অফের তিনটি ম্যাচে কে কার মুখোমুখি হবে তা এখনও নিশ্চিত নয়। অথচ এখন থেকেই এখন থেকেই শুরু হয়ে গেছে প্লে-অফের টিকিট বিক্রি।আপনি খেলা দেখতে চাইলে জেনে নিন টিকিট কাটার নিয়ম।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ার হবে ২১ মে আমদাবাদে। প্রথম দল হিসাবে তো কলকাতা থাকছেই,কিন্তু এখনও ঠিক হয়নি বিপক্ষ্যে কোন দল থাকবে। পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে শেষ করা আর একটি দলের বিরুদ্ধে খেলা আছে তাদের। তৃতীয় ও চতুর্থ এলিমিনেটর দল গুলির খেলাও হবে আমদাবাদে ২২ মে। প্রথম কোয়ালিফায়ারের খেলায় পরাজিত দল ও এলিমিনেটরের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে একে অপরের মুখোমুখি হবে। সেই খেলাটি হবে চেন্নাইয়ে ২৪ মে। এবং প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল চেন্নাইয়ে ফাইনাল খেলবে। সেই ম্যাচ হবে ২৬ মে।এবার আসি টিকিট কি ভাবে পাবেন। প্লে-অফের ম্যাচগুলির টিকিট বিক্রি করবে ‘পেটিএম’। আপনাদের যদি রুপে কার্ড থাকে তাহলে আপনারা ১৪ মে থেকে টিকিট কেটে নিতে পারবেন। সুবিধা বলতে বাকিদের থেকে এক দিন আগে থেকে টিকিট কাটার সুযোগ থাকছে আপনাদের সামনে। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের খেলার টিকিট কাটতে পারবেন তাঁরা। প্লে-অফের তিনটি ম্যাচের মতো ফাইনালের টিকিট কাটার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন রুপে কার্ড থাকা গ্রাহকেরা।আগামী ২০ তারিখ থেকে ফাইনালের টিকিট কাটা যাবে।
যদি রুপে কার্ড না থাকে তাহলে আপনারা ১৫ মে থেকে প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের টিকিট কাটতে পারবেন। আপনারা ফাইনালের টিকিট কাটতে পারবেন ২১ মে থেকে।
আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া পেটিএম অ্যাপের মাধ্যমেও সরাসরি টিকিট কাটার সুযোগ থাকছে।
Discussion about this post