বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ মুখোমুখি হচ্ছে মুম্বাই এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্টস । ৪৭ পয়েন্ট পেয়েছে মুম্বাই এফসি অপরদিকে মোহনবাগান রয়েছে 45 পয়েন্টে তাই মোহনবাগানের শুধু জিতলেই হবে না চ্যাম্পিয়ন হতে গেলে হারাতে হবে মুম্বাইকে। ড্র হলেও মুম্বাই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই মতো অবস্থায় মুম্বাই কোচ পিটার ক্রান্তীয় মোহনবাগানকে যথেষ্ট সমীহ করছেন একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসী যে তার দল শেষ পর্যন্ত লড়বে । মুম্বাইকে চিন্তায় রেখেছে যে দুটো বিষয় তা হল মোহনবাগানের শক্তি এবং মোহনবাগানের সমর্থক। মোহনবাগান ভালো দল এবং মোহনবাগান খেলবে নিজের মাঠে। নিজের মাঠে সমর্থকদের গর্জনে মোহনবাগান কিছুটা সুবিধা পাবেই বলে মনে করেন মুম্বাই কোচ। তিনি বলেছেন এই ম্যাচ সেমিফাইনাল ও ফাইনাল এর মত জেতার মানসিকতা নিয়ে আমরা মাঠে নামবো । আমরা ড্রয়ের কথা একবারে চিন্তাই করছি না, মাঠে নেমে আমরা শেষ পর্যন্ত লড়াই করব । আজকে জয়ের ব্যাপারে আমরা কোনো চাপ নিচ্ছি না এবং ফলাফল নিয়েও ভাবছি না। জিতার জন্য আমরা মাঠে নামবো এবং শেষ পর্যন্ত লড়াই করব । আমরা এ ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং মুম্বাই সমর্থকদেরও তিনি আশার বাণী শুনিয়েছেন লীগ সিট জেতার ব্যাপারে । আজ কার্ড সমস্যায় মুম্বাইয়ের বিক্রম প্রতাপ সিং না থাকায় তা নিয়ে চিন্তায় মুম্বাই কোচ। গোটা মরসুম তারা ভালো করেছেন এবং সেই ধারাবিকতা বজায় রাখতে চান । দলের অধিনায়ক রাহুল জানিয়েছেন বিপক্ষ দলের বিপুল জন সমর্থন থাকবে তা সত্ত্বেও তারা জেতার মানসিকতা নিয়ে মাঠে নামবে এবং শেষ পর্যন্ত লড়াই করে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবেন বলে মনে করেন।
: সুর নরম করে হাইব্রিড মডেলের টুর্নামেন্টে আয়োজনের রাজি হয়েছে পাকিস্তান। তবে পাক বোর্ডের এমন' নতিস্বীকারে' খুব একটা খুশি নয়...
Read more
Discussion about this post