এবার কি দেশের মাটিতে অলিম্পিক আয়োজন স্বপ্ন পূরণ হবে? সেই লক্ষ্যে আরও একধাপ এগোল ভারত। ২০২৮ অলিম্পিকস হবে আমেরিকাতে। সেই দেশে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ২০৩৬ এর অলিম্পিক্স আয়োজনের সব রকম চেষ্টা করছে ভারত। এবার ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য আন্তর্জাতিক কমিটির কাছে সরকারিভাবে আবেদন করলে ভারতীয় অলিম্পিক সংস্থা। ১৫ ই আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণেও জানিয়েছিলেন ভারতে অলিম্পিক আয়োজন এর ইচ্ছের কথা। তারপর থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ।পয়লা অক্টোবর আন্তর্জাতিক কমিটির ফিউচার পোস্ট কমিশনের কাছে আবেদন করা হয়েছিল। যা এবার প্রকাশ্যে আনা হল। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি সবকিছু নির্ভর করছে আইওসি অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপর। ভারতে এ পর্যন্ত দুবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে ১৯৫১ সালে এবং ১৯৮২ সালে। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে ২০১৭সালে । এছাড়া কয়েকটি হকি টুর্নামেন্ট ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছে। ভারতের মতো বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হলে তা সত্যি হবে একটি চমৎকার ঘটনা। ভারতের খেলাধুলার প্রসারে ২০৩৬ অলিম্পিক গেমস বিরাট ভূমিকায় গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে।
ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ তিনি বলেছেন যে ক্ষমতা থাকলে...
Read more
Discussion about this post