ভারতের প্রবল চাপের মুখে পাকিস্তান থেকে সরে যেতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান হারাতে পারে আয়োজন করার ক্ষমতাও। পাকিস্তান এই নিয়ে আইসিসি এবং ভারতকে পাল্টা চাপে রাখলেও তা কতটা গ্রাহ্য হবে তার সময়ই বলবে। কিন্তু আপাতত পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ান ট্রফি না হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে পিসিবি। পরিষ্কার করে দিয়েছে পাকিস্তানে যাবে না। এখনো যা সুচি রয়েছে তাতে ১৯ শে ফেব্রুয়ারি থেকে মার্চের ৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে এই প্রতিযোগিতা । কিন্তু টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে এখনো সূচি প্রকাশ করা হয়নি। পিসিবি র তরফে অন্য দেশে ভারতের ম্যাচ করা নিয়ে কোন সবুজ সংকেত পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম ক্রিকবাজে প্রকাশিত খবর অনুযায়ী টুর্নামেন্টের আয়োজনের খরচ অর্থাৎ হোস্টিং ফিস বাবদ ৬৫ মিলিয়ন মার্কিন ডলার দেবে আই সি সি। ভারতীয় মুদ্রা শুধু আয়োজন এর খরচ বাবদই আইসিসি পাবে প্রায় ৫৫০ কোটি টাকা এছাড়া পরিকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কাজ ইতিমধ্যে বেশ কিছু টাকা বিনিয়োগ করেছে। করাচি, রাওয়ালপিন্ডি ,লাহোর এই তিনটি স্টেডিয়ামের পরিকাঠামো বাবদ বহু টাকা ব্যয় করেছে পাকিস্তান। সেই টাকাও ক্ষতির দিকেই যাবে।
আগামী 22 শে নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলির চারপাশে প্রচুর ভক্তের ভীড়৷ বিরাট...
Read more
Discussion about this post