আইপিএল চলাকালীনই মাঠে ধারাভাষ্যকারদের এবং দশটি দলকে নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড । বোর্ডের নির্দেশ ম্যাচ চলাকালীন সমস্ত নিয়ম মেনে চলতে হবে নইলে করা শাস্তির হুশিয়ারি দেওয়া হয়েছে। ম্যাচ চলাকালীন মাঠ থেকে কেউ কোনো ভিডিও বা ছবি নিজেদের সমাজ মাধ্যমে পোস্ট করতে পারবেন না, বোর্ড এই নির্দেশ দিয়েছেন ধারাভাষ্যকারদের । দশটি ফ্রাঞ্চাইসি দলকেও নির্দেশ দেয়া হয়েছে ম্যাচ চলাকালীন কেউ কোনো ছবি বা ভিডিও সমাজ মাধ্যমে প্রচার করতে পারবেন না । প্রসঙ্গত বলা যায় কয়েকদিন আগে একজন ধারাভাষ্যকার নিজের ধারাভাষ্য দেওয়ার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন । সেই পোস্টটি অত্যন্ত ভাইরাল হয় এবং 10 লক্ষেরও বেশি মানুষ সেই পোস্ট দেখেন । ভারতীয় ক্রিকেট বোর্ড জানার পর তাকে সেই ভিডিও মুছে দেওয়ার নির্দেশ দেন। যদিও প্রথমদিকে তিনি রাজি ছিলেন না তারপর অনেক অনুরোধের পর তিনি সেই ভিডিও মুছে দেন। ক্রিকেট বোর্ড তার নাম জানাননি, কিন্তু এর পরেই বোর্ডের এই শাস্তির ঘোষণা করা হয় । যে সম্প্রচার সংস্থা দায়িত্বে থাকে তাদের নির্দিষ্ট কিছু নিয়ম নীতি পালন করতে হয় অন্যদের । খেলার তিন ঘন্টা আগে এবং খেলার তিন ঘন্টা পরেই অন্য কোন সংস্থা বা অন্য কোন চ্যানেল কোন খবর করতে পারেনা বা কোন সাক্ষাৎকার দিতে পারেনা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন আইপিএলের সম্প্রচার শর্ত পেতে স্টার স্পোর্টসকে এবং ভয়াকম ১৮কে অনেক টাকা দিতে হয়েছে। তারা চাইছেন না যে খেলার কোন ছবি বা ভিডিও অন্য কেউ পোস্ট করুন । বোর্ড তাই এই নির্দেশে সমস্ত ধারাভাষ্যকারদের দিয়েছেন খেলার দিন মাঠ থেকে কোন ভিডিও বা ছবি প্রকাশ করা যাবে না । কয়েকজন খেলোয়াড় ও তাদের খেলার ছবি পাঠিয়েছিল সমাজমাধ্যমে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারাও সেই সব ছবি মুছে দিয়েছেন। আইপিএল চলাকালীন একটি দল তাদের দাগ আউটের ভিডিও সমাজবাদের প্রকাশ করেছিল, সেই কারণে তাদের ন লক্ষ টাকা জরিমানা করা হয় বোর্ডের নির্দেশে । তবে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি কোন ভিডিও বা ছবি দেয় তবে সেটা সবাই শেয়ার করতে পারবে । এই নির্দেশ না মানলে করা ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড।
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post