২৪ এপ্রিল শচীন তার ৫১ তম জন্মদিন পালন করলেন । জন্মদিনকে কেন্দ্র করে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে । ইস্টবেঙ্গলের হয়ে খেলে তিনি মোহনবাগানকে হারিয়েছিলেন । আইপিএল শুরু হওয়ার আগে বেশ কয়েকটি ঘরোয়া একদিনের ক্রিকেট প্রতিযোগিতা অত্যন্ত জনপ্রিয় ছিল । তার মধ্যে অন্যতম ছিল বাংলার পি সেন ট্রফি। দেশের নামকরা ক্রিকেটাররা কলকাতার বিভিন্ন দলে খেলছে সেই সময়। যেমন মোহনবাগানের হয়ে খেলেছিলেন শ্রীলংকার বিখ্যাত পে বলার চামিন্ডা ভাস । ভবানীপুরের হয়ে খেলতে এসেছিলেন মাহিন্দ্রা সিং ধোনি ।
1994 সালের পি সেন ট্রফিতে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে এসেছিলেন শচীন টেন্ডুলকার ।। শচীনের সঙ্গে ইস্টবেঙ্গলে ছিলেন কপিল দেব প্রবীণ আমরের মত মহা তারকারা । পি সেন ট্রফির ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে দিনরাতের ম্যাচ দেখার জন্য ইডেনে ভিড় করেছিলেন লক্ষাধিক দর্শক । সেই ম্যাচে শচীন এবং কপিলদেবের বিধ্বংসী ব্যাটিংয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল । ৩০ বছর আগের সেই ম্যাচের কথা মনে করে আজও নস্টালজিয়ায় ডুবে দর্শকরা এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারা । শচীনের ৫১ তম জন্মদিনে এই ঘটনার কথা মনে করে বুধবার টুইটারে ক্লাবের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।
ক্লাবের পক্ষ থেকে লেখা হয়েছে শচীন তেন্ডুলকারের অধিনায়কত্বে আমাদের দল ১৯৯৪ সালে পী সেন ট্রফিতে মোহনবাগানকে হারিয়ে জয়লাভ করেছিল। সেই কারণেই মাস্টার ব্লাস্টার্সেরস ৫১ তম জন্মদিনে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, দিনটা খুব ভালো কাটুক। এর সঙ্গে শচীনের দীর্ঘ জীবন কামনা করা হয়েছে । শচীনের মত একজন খেলোয়াড় ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন, এ কথা এই প্রজন্মের অনেকেরই জানা নেই। তাই অনেকেই জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে শচীন ইস্টবেঙ্গলের ক্যাপ্টেনশিপ করেছে এবং মোহনবাগানকে হারিয়েছে ।
: সুর নরম করে হাইব্রিড মডেলের টুর্নামেন্টে আয়োজনের রাজি হয়েছে পাকিস্তান। তবে পাক বোর্ডের এমন' নতিস্বীকারে' খুব একটা খুশি নয়...
Read more
Discussion about this post