বিশ্বমানের খেলা বাদ দিয়ে যতগুলি ঘরোয়া ক্রিকেট লিগ সারা বিশ্বে অনুষ্ঠিত হয়, জনপ্রিয়তার নিরিখে ইন্ডিয়ন প্রিমিয়ার লিগ অবশ্যই জনপ্রিয়তার নিরিখে সবার আগে। কারণ বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগই হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যদি ফুটবলের কথায় আসি তবে গ্লোবাল ফুটবল র্যাঙ্কিং প্রতিষ্ঠান অপ্টা সম্প্রতি ২০২৪ সালের সেরা দশ ফুটবল লিগের র্যাঙ্কিং প্রকাশ করেছে। এই র্যাঙ্কিং অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগ আছে সবার শীর্ষে।
অবিশ্বাস্যভাবে সেরা দশে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। অপ্টার র্যাঙ্কিং অনুযায়ী, প্রিমিয়ার লিগের পরে আছে স্প্যানিশ লা লিগা। আবার ফিরে আসি ক্রিকেট অর্থাৎ আমাদের প্রিয় আইপিএলের কথায়। আইপিএল প্রথম শুরু হয়েছিল ২০০৮ সালে ললিত মোদির হাত ধরে। তিনিই ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট পরিচালনা করেন। ২০২৪ এর আইপিএল ২২ মার্চ থেকে থেকে শুরু হয়েছে । দেখতে দেখতে প্রায় চলে এসেছে ফাইনাল পর্যায়ের খেলা। আর যারা ফাইনালে জিতবে তারা আইপিএল ট্রিফিটি নিয়ে যাবে নিজেদের ঘরে ।
এখন অবশ্যই জানতে ইচ্ছে করছে এই ট্রফিটির মূ্ল্য কত আর কিই বা থাকে এই ট্রফিতে। এই আইপিএলের জনপ্রিয়তা দেখে বিশ্বের অনেক দেশ নিজেদের ঘরোয়া টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করেছে। তবে আয় থেকে জনপ্রিয়তা, বিনোদন থেকে ব্যবসা, সাফল্যের নিরিখে পৃথিবীতে এমন কোনও লিগ নেই যা এই আইপিএল-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। লড়ায়ে ধারেকাছে নেই কোন ক্রিকেট লিগ।আইপিএল বিশ্বের প্রধান টুর্নামেন্ট হিসাবে অব্যাহত রয়েছে, যা সর্বোচ্চ পুরস্কারের অর্থ প্রদান করে: বিজয়ী দলের জন্য 20 কোটি এবং রানার্স আপের জন্য 13 কোটি টাকা। গত আইপিএলেও একই প্রাইজ মানি ছিল। এখন প্রশ্ন আইপিএলে কোটি-কোটি টাকা উড়লেও আইপিএল ট্রফিটির দাম কত? আর তাতে কতটা সোনা-রুপো রয়েছে তা অনেকেই কাছেই এখনও অজানা। তাই এই প্রতিবেদনে সেই তথ্যই জানাব আপনাদের ।প্রথমে জানা যাক আইপিএল ট্রফিটি কী কী দিয়ে তৈরি করা হয় ? আপনাদের জানিয়ে রাখি আইপিএলে ব্যবহৃত ট্রফিটি বেশিরভাগটাই সোনা দিয়ে তৈরি। এছাড়া রুপো ও হীরের কিছু কাজও রয়েছে। শুধুমাত্র বিসিসিআই এটি তৈরি করে।আইপিএলের ট্রফিটি ক্রিকেটের অন্যান্য যে ট্রফিগুলি রয়েছে তাদের তুলনায় অনেকটা হাল্কা। তবে দামের দিক থেকে এই ট্রফিটি অনেক ট্রফিকেই টেক্কা দিতে পারে সে কথা বলাই যায়। এবার জানিয়ে রাখি আইপিএল ট্রফিটির দাম প্রায় ৫ কোটি টাকা।
Discussion about this post