ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী হেড স্যার কে হতে চলেছেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা। বিসিসিআই ইতিমধ্যে খোঁজখবর চালাতে শুরু করেছে। কারণ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে রাহুল দ্রাবিদের মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু তিনি যদি এই চাকরি করতে চান তাহলে পুনরায় তাকে আবেদন করতে হবে। তবে দ্রাবিড় যে আর এই পদের জন্য আবেদন করতে চান না, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তিনটে ফরম্যাটের জন্য কোচ খুঁজতে শুরু করেছে। বিশেষ করে ২০২৬ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখেই নতুন কোচে জন্য খোঁজ চালানো হচ্ছে । এমনিতেই গত বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর ভারতের ক্রিকেট দলের কোচ হিসাবে তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল । কিন্তু প্রায় ১০ মাস তাঁকে কার্যত বাধ্য হয়ে মেয়াদ বৃদ্ধি করতে হয়েছে। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি দায়িত্বে ছাড়তে চান। জানিয়ে দিয়েছেন পরিবারকে সময় দেওয়ার জন্যই তিনি নিজের সিদ্ধান্ত অনড় থাকছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়ার সিংহাসনে বসতে পারেন ভিভিএস লক্ষণ।
গতবছর দ্রাবিড়ের অনুপস্থিতিতে তিনি ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব আংশিকভাবে সামলে ছিলেন। সূত্রের খবর, লক্ষণ আপাতত টিম ইন্ডিয়াকে কোচিং করানোর মুডে নেই। তিনি ভারতীয় এ ক্রিকেট দলের সঙ্গেই থাকতে চান। যেসব কোচের দাম এই তালিকায় রয়েছে তারা হলেন জাস্টিন লেঙ্গা,র স্টিভেন ফ্লেমিং এবং আশিস নেহেরা। টিম ইন্ডিয়ার মুখ্য কোচ নির্বাচন করার আগে বিসিসিআই আইপিএল কোচেদের সঙ্গে বেশ কয়েক প্রস্থ আলোচনা করেছে। ল্যাঙ্গার ভারতের ক্রিকেট দলকে কোচিং করানোর ব্যাপারে ইচ্ছুক হলেও বাস্তবে ছবিটা একেবারেই আলাদা।।
সূত্রের খবর, চলতি মাসের প্রথম সপ্তাহেই দিল্লিতে বিসিসিআই সচিব জয় শাহ এবং মুখ্য নির্বাচক অজিত আগারকারের সঙ্গে দেখা করেছিলেন বর্তমানে আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস দলের মুখ্য কোচ রিকি পন্টিং।
শোনা যাচ্ছে বোর্ডের মাথায় কলকাতা নাইট রাইডার্স দলের হেড স্যারের নামও ঘুরপাক খাচ্ছে। ইতিপূর্বে লখনৌ সুপার জায়েন্টসের মেন্টর হিসেবে যথেষ্ট সাফলে র সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছিলেন । বর্তমানে কলকাতার নাইট রাইডার্স এর তার আপন ঘরে ফেরা হয়েছে। আর কেকেআর ব্রিগেডেও চলতি আইপিএল টুর্নামেন্টে প্লে অফ এ জায়গা করে নিয়েছে। এছাড়া গুজরাট জায়ান্টস কোচ আশিস নেহেরার নাম জয় শাহদের মাথায় রয়েছে ।
Discussion about this post