পয়লা মে আইসিসির কাট অফ তারিখ টিম ঘোষণার জন্য । ভারতীয় দলে ১৫ জন খেলোয়াড় কে কে হতে পারে তা নিয়ে ব্লু প্রিন্ট রেডি হয়ে গেছে। এ বছর অনেক খেলোয়ারি আইপিএলের দুর্দান্ত পারফরমেন্স করছেন। প্রত্যেকটি জায়গাতেই রয়েছে অনেক যোগ্য খেলোয়ার। শেষ পর্যন্ত কোন ১৫ স্থান পানি তা নিয়ে এখন চিন্তা নির্বাচকদের।
News in details বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হচ্ছেন রোহিত শর্মা। অভিজ্ঞতার বিচারে এবং পারফরমেন্সের বিচারে তার দলের নির্বাচন নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না । এরপর বিরাট কোহলি, এবছর আইপিএলে বিরাট কোহলি পারফরমেন্স ব্যাটসম্যানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ । দ্রুত রাম তোলার ক্ষেত্রেও তিনি যথেষ্ট সফল । সূর্য কুমার যাদব,ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া এদের নির্বাচন নিয়েও খুব বেশি আলোচনা র সুযোগ নেই । চোট কাটিয়ে উঠে এসব পারফরমেন্স নির্বাচকদের স্বস্তি দিয়েছে। সূর্য কুমা র যাদব যথেষ্ট ভালো ফর্মে রয়েছে এবং তার স্ট্রাইক রেটখুবই ভালো।। দুই সব তথ্যের সঙ্গে দ্বিতীয় উইকেট কিবোর্ড হিসেবে এক ভারতীয় দলের স্থান পেতে পারেন সঞ্জু স্যামসং । এত বড় দুর্ঘটনা থেকে ফিরে এসো ঋষভ পন্থ যে খেলা খেলছেন তাতে তাকে প্রথম উইকেট কীপার হিসেবে বেছে নিতে কোন অসুবিধা নেই । তবে দ্বিতীয় উইকেট কীপার হিসেবে সন্জু স্যামসাং ভালো ফর্মে রয়েছেন । । অলরাউন্ডার ব্যাটসম্যান হিসেবে হার্দিক পান্ডিয়ার দীর্ঘদিন ধরে ভারতকে ভরসা দিয়ে আসছি। যদিও ইদানিং তিনি খুব বেশি বল করছেন না তাহলেও তার দলে স্থান পাওয়া নিয়ে একটা চিন্তার কারণ নেই। বোলিং অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদুজা অটোমেটিক চয়েস। ব্যাটসম্যান ফিল্ডার হিসেবে একই সঙ্গে স্পিন বোলার হিসেবে তার জায়গা পাকা । আর একজন ক্রিকেটারকে নিয়ে এ বছর যথেষ্টই আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন বিগ হিটার শিবম দুবে । প্রায় প্রতিদিনই নিজেকে উন্নত করছেন তার অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে । মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেট একটু স্লো। সেখানে শিবন্দুবের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। স্পিনার হিসাবে ভারতীয় দলের স্থান পেতে পারেন কুলদীপ যাদব এবং যজুবেন্দ্র চাহল । এই দুই স্পনারেরর দক্ষতা নিয়ে কারো কোন প্রশ্ন উঠতেই পারে না । মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্লো উইকেটে এই দুজন স্পিনারের সফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট। এছাড়াও আলোচনার মধ্যে আছেন দীপক চাহার । পুরা হিসাবে জাসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং এর নিয়ে নির্বাচন অনেকটাই নিশ্চিত । এছাড়া মোহাম্মদ সিরাজ স্থান পেতে পারেন দলে । । এছাড়া দলে যারা স্থান পেতে পারেন তারা হলেন শুভমান গিল , যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা ।
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post