11ই জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ । যদিও আগে ঠিক ছিল এই প্রতিযোগিতা শুরু হবে 12ই জুন । কিন্তু 12 জুন বিশ্বকাপে ভারতের টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে , এজন্য বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের উদ্বোধন একদিন এগিয়ে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে ।
প্রথমে ঠিক ছিল 12ই জুন শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি ক্রিকেট লিগের খেলা এবং শেষ হবে 28শে জুন । টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একদিন আগেই উদ্বোধন হচ্ছে এই ক্রিকেট খেলার। বাংলার ক্রিকেটের উন্নতির জন্য এবং নতুন নতুন খেলোয়াড় যাতে উঠে আসে তাদের সামনে সুযোগ করে দেওয়ার জন্য এ বছর থেকে চালু হচ্ছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা । ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । সিএবি প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন 11 ই জুন শুধু ছেলেদের একটি ম্যাচ হবে। মেয়েদের ম্যাচ শুরু হবে 12 জুন থেকে । প্রত্যেকদিনই একটি করে ছেলেদের ম্যাচ এবং একটু করে মেয়েদের ম্যাচের আয়োজন করা হয়েছে । মেয়েদের ম্যাচগুলির আয়োজন করা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে ।
অন্যদিকে ছেলেদের সবকটি ম্যাচ ই আয়োজন করা হয়েছে ইডেন গার্ডেনসে । সিএ বি র পক্ষ থেকে কবে কোন ম্যাচ হবে তা পরে জানানো হবে । টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন এই বেঙ্গলপ্রো টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করা প্রসঙ্গে সিএবি র পক্ষ থেকে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী 15ই সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত কোন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা যাবে না। কারণ এই সময়ে ভারতের ঘরোয়া ক্রিকেট চলে । ঘরোয়া ক্রিকেটের পরেই শুরু হয় পুরুষ ও মহিলাদের আইপিএল ক্রিকেট । এবং আইপিএল চলে মে মাস পর্যন্ত । তাই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের খেলা জুন মাসে আয়োজন করা ছাড়া অন্য কোন পথ নেই । 29 শে জুন t20 বিশ্বকাপ ফাইনাল । তাই বেঙ্গল তো টি-টোয়েন্টি লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে 28শে জুন । প্রথমবারের এই প্রতিযোগিতা ঘিরে বাংলার ক্রিকেটার এবং দর্শকদের মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে।।
: ৯ জন খেলে ড্র ইস্টবেঙ্গলের নৈতিক জয় ।কিন্তু এক পয়েন্টে খুশি নন অস্কার ব্রুজো। সমর্থকদের আবেগের সঙ্গে গা ভাসাতে...
Read more
Discussion about this post