: ২৪-২৫ নভেম্বর আইপিএল ২০২৫ এর মেগা নিলাম এর আগে সব দলই প্রস্তুতি নিচ্ছে ।এবার নিলামে কেকেআরকে নিজেদের নতুন অধিনায়ক খুঁজতে হবে। ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স তাদের অধিনায়ক বাদ দিয়েছে ,যা কিছুটা চমকপ্রদ । তারা এমন কিছু খেলোয়াড়ের দিকে নজর রাখবে যারা ভবিষ্যতে দলকে নেতৃত্ব দিতে পারবে। ২০২৫ মেগা নিলাম এর আগে কেকেআরের টার্গেট হতে পারে অধিনায়কের জন্য যারা১.ঋষভ পন্থ -আইপিএলের দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক ঋষভ পন্থ কেকেআর এর অধিনায়ক হওয়ার বড় সম্ভাবনা রয়েছে। পন্থ ভারতীয় দল এবং দিল্লী ক্যাপিটালসের নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে দিল্লি ২০২১ সালে প্লেঅফে পৌঁছেছিল। পন্থ অগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত এবং তার মধ্যে নেতৃত্বগুণ ও রয়েছে। ১১১ টি আইপিএল ম্যাচে তিনি ৩২৮৪ রান করেছেন। কে কে আর পন্থ কে অধিনায়ক হিসেবে দেখতে চাইবে। ২. যস বাটলার- রাজস্থান রয়েলসের তারকা জস বাটলার এবারের মেগা নিলামে বিশেষ নাম। যদিও তাঁকে রাজস্থান রয়েলসের পক্ষ থেকে রিটেন করা হয়নি তবুও তার নেতৃত্বের অভিজ্ঞতা এবং ব্যাটিং ক্ষমতা কেকেআর জন্য মূল্যবান ।ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তার নেতৃত্বগুণ প্রমাণিত ।১৩৭টি আইপিএল ম্যাচে তিনি ৩৫৮২ রান করেছেন । ৭টি সেঞ্চুরি রয়েছে ।বাটলার কেকেআরের টার্গেট হতে পারেন অধিনায়কের জন্য। ৩. কে এল রাহুল-লক্ষ্নৌ সুপার জেন্টস এর প্রাক্তন অধিনায়ক কে এল রাহুল ২০২৫ আইপিএল এ কেকেআর এর অধিনায়ক হিসেবে একটি প্রধান টার্গেট হতে পারেন। লখনৌয়ের অধিনায়ক হিসেবে রাহুল দুটি প্লে অফে জায়গা করে দিয়েছিলেন। ১৩২টি আইপিএল ম্যাচে ৪৬৮৩ রান করা এই ব্যাটসম্যান ভারতীয় দলের নিয়মিত সদস্য এবং তার নেতৃত্ব নিয়ে কোন সন্দেহ নেই। কেকেআর তার ক্যাপ্টেন্সি এবং ব্যাটিং দক্ষতার জন্য রাহুলকে টার্গেট করতে পারে।৪. শ্রেয়াস আইয়ার-শ্রেয়াস আইআর ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্স যোগ দেন এবং যদিও সে বছর দল প্লে অফ এ জায়গা করতে পারেনি। তবে তিনি পরের বছর অধিনায়ক হিসেবে ফিরে এসে কেকেআর কে চ্যাম্পিয়ন করে তোলেন। তাঁর নেতৃত্বের কেকেআর তাদের তৃতীয় আইপিএল ট্রফি জেতে। ২০২৪৩ দলের প্রধান শক্তি ছিলেন এবং তার নেতৃত্বে কেকেআর দুর্দান্ত ক্রিকেট খেলেছে ।তবে নিলামের আগেই দল তাকে ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেয়। আইপিএলে ১১৫ টি ম্যাচ খেলে ৩১২৭ সাল সংগ্রহ করেছেন শ্রেয়াস ।দিল্লি ক্যাপিটালস
ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ তিনি বলেছেন যে ক্ষমতা থাকলে...
Read more
Discussion about this post