: আইপিএল এর মেগা নিলাম এর আগে দশটি টিম রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ।একনজরে দেখে নেওয়া যাক কোন পাঁচ ক্রিকেটার এবার সব থেকে বেশি টাকা পেতে পারেন, আইপিএলে। ২৪ ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হবে আইপিএলের ২০২৫ এর মেগা নিলাম এ বছর আইপিএল এর জন্য নাম নথিভুক্ত করেছেন মোট ১৫৭৪ জন ক্রিকেটার। এবার সব থেকে বেশি চমক দিতে পারেন শ্রেয়াস আইয়ার।শোনা যাচ্ছে তিনি নাকি কেকেআরের কাছে ৩০ কোটি টাকা চেয়েছিলেন। গতবার আইপিএল চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন এবার রেকর্ড টাকায় পেতে পারেন কারণ এরই মধ্যে তিনি ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেছেন ফলে তাঁর দর বাড়তে পারে। মেগা নিলামের অবশ্য শ্রেয়াস কে দলে নেওয়া সুযোগ থাকবে কেকেআরের সামনে। অনেকেই মনে করছেন শ্রেয়াসের সঙ্গে অন্য কোন ফ্রাঞ্চাইজির হয়তো আগে থেকেই কথা হয়ে রয়েছে। ভারতীয় দলের বাঁ হাতি পেশার আর্শদীপ সিংকে নিয়ে মেগা নিলামে টানাটানি হতে পারে। প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস তাকে এবার আর রিটেইন করেনি।তবে তাকে পেতে আগ্রহ দেখাতে পারে অন্য ফ্রাঞ্চাইজিরা। মুম্বাই ইন্ডিয়ান্সের ডিটেনশন তালিকা জায়গা পাইনি ঈশান কিশান ।রোহিত শর্মা ,হার্দিক পান্ডিয়া ,জশপ্রীত বুমরা , সূর্য কুমার যাদব ও তিলক বর্মাকে রিটেন করেছে মুম্বাই। কার্ডের মাধ্যমে ঈশানকে ফেরানো হবে কিনা তা নিয়ে কোন নিশ্চয়তা নেই। তবে তিনি এবার ভাল দর পেতে পারেন। সঞ্জীব গোয়েঙ্কার দল লখনৌ, এবার কে এল রাহুলকে রিটেন করেনি ।তার খেলার ধরনে সন্তুষ্ট ছিলেন না লখনৌয়ের কর্তারা । এবার নিলামে তার দর উঠতে পারে ভালই।
ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ তিনি বলেছেন যে ক্ষমতা থাকলে...
Read more
Discussion about this post