আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম কুড়িজনের মধ্যে জায়গা ধরে রাখতে পারলেন না বিরাট কোহলি। আইসিসি প্রকাশিত সর্বশেষ ক্রম তালিকায় আট ধাপ পিছিয়ে পড়েছেন বিরাট । আপাতত তার স্থান ২২ নম্বরে ।মূলত নিউজিল্যান্ড সিরিজের বিপর্যয়ের জেরেই তার এই পদস্খলন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে সিরিজে বিরাটের মোট রান ৯৩। তার আগে বাংলাদেশের সিরিজেও বিশেষ রান আসেনি বিরাটের ব্যাট থেকে। একই অবস্থা অধিনায়ক রোহিত শর্মারও । রোহিত টেস্ট ক্রমতালিকায় দুধাপ পিছিয়ে রয়েছেন ২৬ নম্বরে। অথচ দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটের এই দুই মহারথী আইসিসি ক্ষমতা তালিকায় ওপরে সারিতেই থেকেছেন। এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাই টেস্টের দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করে আইসিসি টেস্ট ক্রমতালিকায় বিরাট লাফ দিলেন ঋষভ পন্থ। তিনি পুনরায় টেস্ট ব্যাটারদের তালিকা প্রথম দশে ঢুকে পড়লেন ।পন্থ ব্যক্তিগত আইসিসি ক্রমতালিকায় ৫ ধাপ উন্নতি করে ৬ নম্বরে চলে এসেছেন। মুম্বাই টেস্টের আগে তিনি অবস্থান করছিলেন ১১ নম্বরে। আইসিসি টেস্ট ব্যাটারদের সেরা ১০ এ পন্থ ছাড়াও রয়েছে যশস্বী জয়সওয়াল।প্রথম কুড়ি মধ্যে রয়েছে একজন ভারতীয়। তিনি সুভমান গিল। টিম ইন্ডিয়ার তরুণ ডানহাতি ব্যাটার রয়েছেন ১৬ তম স্থানে ।টেস্ট ব্যাটারদের ক্রম তালিকায় ভারতের মান রক্ষা করেছেন এই তিন তরুণ তুর্কিই। আইসিসি ক্রমতালিকা অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার হলেন জো রুট ,দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় এখনো তৃতীয় স্থানে রয়েছেন ভারতের যশপ্রীত বুমরা। পঞ্চম স্থানে রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো ফার্মে ছিলেন না। এক ধাপ নেমে তিনি আপাতত পঞ্চম স্থানে ।রবীন্দ্র জাদেজা আপাতত রয়েছেন ষষ্ঠ স্থানে। তিনি অবশ্য দু ধাপ উপরে উঠেছেন ।টেস্ট অলরাউন্ডার এর ক্রম তালিকায় এখনো প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন ই
বৃহস্পতিবার রঞ্জি ট্রফি ম্যাচে চার উইকেট দখল করে ইনজুরি থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের পরে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং সফরে বিপর্যস্ত ভারতীয় দল মহম্মদ শামিকে দেখা...
Read more
Discussion about this post