তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটকে বিশ্বের দরবারে স্বমহিমায় পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর। এখন তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর, কিন্তু তার নজরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কারা কোন জায়গায় খেললে দেশের জন্য ভালো হবে। এখন আইপিএলের উন্মদনা তুঙ্গে, যাকে বলে আইপিএলের ভরা মরশুম। আর আইপিএলের পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখনও দল ঘোষনা হয়নি খুবসম্ভবত আর কয়েক দিন পরেই বিশ্বকাপের দল ঘোষণা করবে আগরকারের নেতৃত্বাধিন নির্বাচক কমিটি। আর সেই দল ঘোষনার আগেই,দলের দুই সদস্যকে এখন থেকেই বেছে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করা উচিৎ। দিল্লির এক অনুষ্ঠানে সৌরভ বলেছেন, “ভারতকে ভয়ডরহীন খেলতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে তরুণদেরই খেলাতে হবে এ রকম কোনও নিয়ম নেই। চল্লিশের কোঠায় থেকে অ্যান্ডারসন যদি এখনও টেস্ট খেলতে পারে এবং ৩০ ওভার বল করতে পারে, এমএস ধোনি যদি এখনও সাবলীল ছয় মারতে পারে, তা হলে সবই সম্ভব। ভয়ডর ছেড়ে খোলা মনে টি-টোয়েন্টিতে খেলতে হবে।”
এখানেই সৌরভ বলেন, “আমার মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি এবং রোহিতের ওপেন করা উচিত। শুরু থেকেই ভারতকে চালিয়ে খেলতে হবে। রোহিত, বিরাট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ড্যের মতো ক্রিকেটারকে দরকার। প্রত্যেকের অসামান্য প্রতিভা রয়েছে। ছয় মারার দক্ষতাও প্রশ্নাতীত।” টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু তারুণ্য নয় বরঞ্চ তারুণ্য এবং অভিজ্ঞতার ভারসাম্য রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়া উচিত বলে মনে করেন সৌরভ।তিনি বলেছেন, “সব বড় দলেই তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল থাকে তবে পারফরম্যান্স দেখতে হবে। এখানেই অভিজ্ঞ ক্রিকেটারেরা টেক্কা দেবে।” আইপিএল চললেও গোটা দেশ তথা বিশ্ব মুখিয়ে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগ করার জন্য ।
Discussion about this post