শ্রীলংকার পর বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের।সূত্রের খবর যে, ঋতুরাজের প্রত্যাবর্তন হতে পারে অধিনায়ক রূপে । রোহিত শর্মা সরে যাওয়ার পর সূর্য কুমার যাদব কে অধিনায়ক ও শুভমান গিলকে সহ অধিনায়ক নির্বাচন করেছে বিসিসিআই । বাংলাদেশের বিরুদ্ধে নাও খেলতে পারে দুজনেই। বিশ্রাম নিতে পারেন সূর্য ।শুভমান আসন টেস্ট সিরিজ গুলোতে অধিক ফোকাস রাখতে পারেন। সে ক্ষেত্রে নেতৃত্বের অভিজ্ঞতা সম্পন্ন কাউকে দেখতে চান নির্বাচকেরা। ফলে শিকে ছিঁড়তে পারে ঋতুরাজে এর আগে ২০২৩ এর এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দিয়েছিলে । সোনাও জিতেছিল তার দল। বাংলাদেশের বিরুদ্ধেও টস করতে মাঠে নামতে পারেন তিনি। একটা সময় রোহিত শর্মার উত্তরসূরী হিসেবে হার্দিক পান্ডিয়াকে গড়ে তোলার কথা ভেবেছিল বিসিসিআই ।
এমনকি ওয়ানডে ক্রিকেটে হিটম্যানের পরিবর্তে নেতৃত্বে দেখা গেছে তাকে । টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ অধিনায়ক ছিল হার্দিক। কিন্তু নতুন কোচ গৌতম গম্ভীর তার ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন। তাই বাংলাদেশের বিরুদ্ধে সূর্য ও শুভমান না খেললে অধিনায়ক করা হতে পারে ঋতুরাজকে। অধিনায়ক না হলেও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন হার্দিক পান্ডিয়া। সূর্য কুমার যাদব না খেললে একমাত্র সিনিয়র খেলোয়াড় হিসেবে দলীয় সঙ্গতি বজায় রাখার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মতামত দেওয়ার দায়িত্ব এসে চাপতে পারে হার্দিকের কাঁধে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করলেও শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেরা ছন্দে দেখা যায়নি তাকে। ঋতুরাজ কি তাই সম্ভাব্য অধিনায়ক ভাবা হচ্ছে।
Discussion about this post