গত বছর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতকে।সেই আফসোস রয়ে গেছে ক্রীড়া প্রেমীদের মনে।সেই রাতের কথা ভুলতে পারেনি ভারতবাসী।সাত ওভার বাকি থাকতে ৬ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে।সেদিন ম্যাচে কি ভুল ছিল?জয় টা তো ভারতের ও হতে পারত! অস্ট্রেলিয়ার কাছে হারের নেপথ্যে কার ভুল ছিল?একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন কে এল রাহুল।তার মতে তিনি ও ভুল গুলি না করলে হয়তো ভারত সেদিন জিততে পারত।
গত বছর বিশ্বকাপ ফাইনালের ফলাফল নিয়ে এখনও আফসোস করেন কে এল রাহুল। তাঁর মতে, একটা ছোট্ট ভুল না করলে ক্রিজ়েক আরও বেশি সময় থাকতে পারতেন তিনি। তাতে ভারত হয়তো বিশ্বকাপ জয়ী হতে পারত। সেদিন ম্যাচে ১০৭ বলে ৬৬ রান করেছিলেন রাহুল। মাত্র একটি বাউন্ডারি মেরেছিলেন। স্ট্রাইক রেট ছিল ৬১.৬৮। সেই ইনিংসের পরে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। রাহুল বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনালের কথা এখনও মনে আছে আমার। মিচেল স্টার্ককে খেলা সেই ওভারের কথা স্পষ্ট মনে আছে। সে দিন ওর বল রিভার্স সুইং করছিল। খুব কঠিন কোণ থেকে বল করছিল বলে আক্রমণ করতে পারছিলাম না। ওকে আক্রমণ করব না সাবধানে খেলব, এই ভাবনা ভাবতে ভাবতেই ভুল করে বসি। গুরুত্বপূর্ণ সময়ে ওর বলে খোঁচা দিয়ে আউট হই।’
রাহুল আরও জানিয়েছেন, ‘আমার এখনও মনে হয়, সে দিন যদি ওই ভুল না করতাম এবং বাকি ওভারগুলো খেলে দিতে পারতাম, তা হলে আমাদের স্কোরবোর্ডে আরও অন্তত ৩০-৪০ রান যোগ হত। তা হলে আমরা হয়তো বিশ্বকাপ জিতে যেতাম।ওই একটা আক্ষেপ আমার মনে এখনও রয়ে গিয়েছে।’
Discussion about this post