বিরাটের দুুর্দান্ত পারফরম্যান্সের পরেও পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে আরসিবি।2008 সাল থেকে এখন পর্যন্ত একটাও আইপিএল জিততে পারেনি বিরাটের দল।এদিকে 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলছেন ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি। এই টুর্নামেন্টের প্রথম শতরানও করেছে বিরাট।কিন্ত এমন ধামাকাদার ব্যাটিংয়ের পরেও বিরাটের দল বর্তমানে পয়েন্টস তালিকায় সবার নীচে ।
আর একটা ম্যাচ যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরে যায়, তাহলে চোখ বন্ধ করে তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।এই টুর্নামেন্টে যদি আরসিবি টিকে থাকতে হয়, তাহলে হাতে বাকি প্রতিটা ম্যাচেই তাদের জয়লাভ করতে হবে।
আশ্চর্য্যের ব্যাপার এটাই যে এই দলটা এখনও পর্যন্ত একবারও খেতাব জয় করতে পারেনি।প্রতি বছরই আরসিবি সমর্থকদের হতাশ হতে হয়।
এই মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত ৭ টার মধ্যে একটাই ম্যাচে জয়লাভ করেছে।টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরাজয়ের পর পঞ্জাব কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়লাভ করেছিল।জয়ের খাতা খুললেও হারে জর্জরিত আরসিবি।
হারতে হারতে পয়েন্ট তালিকায় তারা সবচেয়ে নীচে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে যদি প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হয়, তাহলে পরের প্রত্য়েকটা ম্যাচে তাদের জিততে হবে।যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে যায়, তাহলে প্লে-অফের লড়াই থেকেও ছিটকে যেতে হবে বিরাট কোহলিদের।
বাকি রয়েছে আর সাতটা ম্যাচ। প্রত্যেকটাতেই জয়লাভ করতে হবে আরসিবিকে তাহলেই একমাত্র তারা ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে।
Discussion about this post